পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিশিষ্ট
৩৮৯

বালকের অসুধার
যেন মুকুতার হার,
সাদরে জাহ্নবী দেবী গলায় পরিল।
হৃদয়ের আশাকুর,
হৃদয়ে হইল চুর,
আঁধার ভবিষ্যগর্ভে শিশু ঝাঁপ দিল,
জীবনের যবনিকা অকালে পড়িল।

১১
 ধন্যরে জালিমসিংহ বীরত্ব তােমার,
এহেন পিতায় ভক্তি,
কে দেখাবে কার শক্তি,
সত্যই সিংহের শিশু সিংহ-অবতার,
যতদিন ইতিহাস,
করিবেক পরকাশ,
ভারতের গৌরবের বীরত্ব-সম্ভার,
ততদিন তব কথা,
জ্বলন্ত অক্ষরে গাঁথা,
হবে তার হৃদয়ের রত্ন-অলঙ্কার।
এ ক্ষুদ্র কাহিনী তেই,
যে পড়িবে হবে সেই,
মাতৃভূমিপ্রেমে মত্ত মায়ের কুমার,
হইবে হৃদয়ে তার বীরত্ব-সঞ্চার।
ধন্যরে ভারতমাতা বীরের প্রসূতি,
তোমার অনন্ত কক্ষে,
কত যে মা লক্ষে লক্ষে,
জালিম, বাদল, অভিমন্যু মহামতি,
বিস্মৃতির অন্ধকারে,
কভু জীয়ে, কভু মরে,
কত ক্যাসাবিয়াকার জ্বলন্ত মূরতি,
তােমার ও ক্রোড়ে হায়,
জম্মিল, পাইল লয়,
সংখ্যা করে কার হেন আছে মা শকতি,
ধন্যরে ভারত-মাতা বীরত্ব প্রসূতি।