পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশীযুদ্ধের গ্রাম্য গীত

কি হলােরে জান। [১] পলাশীময়দানে নবাব হারাল পরাণ। তীর পড়ে ঝাঁকে ঝাঁকে, গুলি পড়ে রয়ে, একলা মীরমদন বল কত নেবে সয়ে। ছােট ছোট তেলেঙ্গাগুলি লাল কুতি গায়, হাঁটু গেড়ে মারছে তীর মীরমদনের গায়। কি হলােরে জান, পলাশীময়দানে নবাব হারাল পরাণ। নবাব কঁদে সিপুই কাঁদে আর কাদে হাতী, [২] কলকেতাতে বসে কাদে মােহনলালের বেটী। কি হলােরে জান, পলাশীময়দানে উড়ে কোম্পানীনিশান। মীর্জাফরের দাগাবাজী নবাব বুঝতে পাল্লে মনে, সৈন্যসমেত মারা গেল পলাশীময়দানে। নবাব বড় শােহদা[৩] ছিল আর লম্পটে, ইতিমধ্যে গালেব[৪] এসে পেীছিল সে ঘাটে। কি হলােরে জান, পলাশীময়দানে উড়ে কোম্পানীনিশান। ফুলবাগে মল নৰাব খােসবাগে মাটী, চাদোয়া টানায়ে কাঁদে মােহনলালের বেটী। [৫] কি হলােরে জান, পলাশীময়দানে উড়ে কোম্পানীনিশান

  1. কেহ কেহ “নবাব কি হলােরে জান” এই ধুয়াও গাহিয়া থাকে।
  2. বাবু শ্ৰীশচন্দ্র মজুমদারের বালকে লিখিত নদীয়াভ্রমণ নামক প্রবন্ধে ‘হস্তিশালে হস্তী কাদে ঘােড়ায় খায়না পাণি’ এইরূপ একটি চরণ আছে, কিন্তু তিনি ইহার পরবর্তী চরণ সংগ্রহ করিতে পারেন নাই।
  3. দুষ্ট, লম্পট।
  4. শত্রু
  5. মােহনলালের বেটী সম্বন্ধে একটু ব্যাখ্যান প্রয়ােজন। লুৎফ উন্নেসা প্রবন্ধে লিখিত হইয়াছে যে, মােহনলালের ভগিনীকে সিরাজ ধীয় অন্তঃপুরবাসিনী করিয়াছিলেন। সাধারণ লােকে সেই ভগিনীকে বেটী করিয়া লইয়াছে। অনেকে ভ্রমক্রমে সিরাজের অন্যতম বেগম লুৎফ উন্নেসাকে মােহনলালের ভগিনী বলিয়া থাকেন। যখন তাহাদের মধ্যে এরূপ বিশ্বাস, তখন অশিক্ষিত লােক যে এম করিবে তাহাতে আর বৈচিত্র্য কি ? সম্ভবতঃ এখানে লুৎফ উম্নেসাকে মােহনলালের বেটী বলিয়া উল্লেখ করা হইয়াছে।