পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাটোয়া পলাশীর নিকট ইংরাজ ও মীর কাসেম-সৈন্যের যুদ্ধের গ্রাম্য কবিতা

শুন সবে এক ভাবে কাব্যরসের কথা,
নবাবে লুটিল কুঠী সহর কলিকাতা। [১]
জবরের খবর শুনি দুধে ধােওয়া কোম্পানী কহিছে,
তয়ের কর দেখি ফিরিঙ্গি কত তেলেঙ্গা আছে।
বিলাতী জাহাজ পূরে, চলো ঠেলে বানের সহর দিয়ে,
মধ্যেকার নদী পার হব হকৃসিদ্ধ হয়ে।
জাটযাে আজার করে।
জাটযাে আজার করে, পানসীভরে দেখতে লাগে ভয়।
যত তেলেঙ্গা গােরা, কোর্তা লালে লাল।
মােকাম তার পলাশীতে,
মােকাম তার পলাশীতে সঙ্গে আছে তুড়ুকসােয়ার,
আগুন পানী নাহি মানি করে মার মার।
সামনে শুল্কি গেড়ে,
সামনে শুল্কি গেড়ে ধলে তেড়ে, যত তেরেঙ্গা গােরা,
লড়াই দিতে পালিয়ে গেল মামুদ তকীর ঘোড়া।
তলওয়ার আপনি ধরে,
তলওয়ার আপনি ধরে, মহিম করে, পেতনী কাপে ডরে,
ঝিম্ তরাতর মার লেগেছে, কেউ নাইকো ঘোড়ে।
ঘেরলে মামুদ তকী, ঘেরলে মামুদ তকী,
তা দেখি দাঁতে কাটুলে ঘাস,
বাবুজান একটি চাকর তেরা নফর মুজো করে কর।
আমলা বলে বাঙ্গলা মুলুক ছেড়ে দিব কাশীমবাজার,
রাতারাতি মেরে নিল সূতীর বাজার।<ref>সূতীর বাজার এখানে গিরিয়ার দ্বিতীয় যুদ্ধের বা সূতীর যুদ্ধের কথা বলা হইয়াছে। গিরিয়া প্রবন্ধ দেখ। এই কবিতাটি বিধুপাড়া হইতে শ্রীযুক্ত বাবু কালীদাস পাল পাঠাইয়াছেন। ইহার সঙ্গে আমার প্রিয়বন্ধু বসন্তকুমার রায়ের সংগৃহীত কবিতার কিছু কিছু পার্থক্য আছে। নিম্নে সেটিও প্রদত্ত হইল।

{{C|<poem>শুন সবে একভাবে কাব্যরসের কথা,
নবাবে লুটিল কুঠি সহর কলিকাতা।

</ref></poem>}}

  1. মীর কাসেম কলিকাতা লুটেন নাই, সিরাজ লুটিয়াছিলেন। এখানে সিরাজের সহিত মীর কাসেমের গােল হইয়াছে।