পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৯৭
মুর্শিদাবাদ-কাহিনী
৩৯৭
  • द्रिभिार? Ծ:ՖԳն

ইং বন্দনীয় শ্রীযুক্ত দিননাথ সামন্ত জিউ তথা সুপ্রতিষ্ঠিত শ্ৰীযুক্ত রাধাকান্ত মজুমদার জী প্রণামা নিবেদন ও পরম শুভাশীৰ্বাদ শিবঞ্চ বিশেষ সকল সমাচার মূল পরে জ্ঞাত হইবে এ যাত্রা যেরূপে রক্ষা হয় তাহা করিব রাতি বিরাতি সমাচার লিখিবে প্রথমতঃ পত্র পাঠ মাত্র শ্ৰীযুক্ত সূর্যনারায়ণ মজুমদারের দ্বারা সুচেষ্টা করিয়৷ তাহার লিখন রাতি বিরাতি নাগাদি ৩রা ভাদু এথা পৌঁছে তাহা করিবা তেসরা রোজ লিখন না পৌছিলে আমি মারা পড়ি এখানে কেহ জিজ্ঞাসিবার পাত্র নাই অতএব মজুমদারের লিখন রাতি বিরাতি পাঠাইবা আমার দিব্য আমার দিব্য যেখানে যে বিহিত চেষ্টা করিব জমাদারকে সেলাম কহিবা অবশ্য ইতি । ইং পরম বন্দনীয় শ্ৰীযুক্ত পিতৃব্য ঠাকুর চরণেষু তথা মহামহিম শ্ৰীযুক্ত শতঞ্জীব বন্দ্যোপাধ্যায় জীউ দওবং প্রণামা ও নমস্কারা নিবেদনচ আগে সকল সমাচার মূলপাত্রে জ্ঞাত হইয়া যে যে বিষয় লিখিলাম চিত্ত দিয়া করিয়া করিয়া পাঠাইবেন ইহাতে গৌণ হয় তবে আমার নামে হাত ধুইবেন ইহা নিষ্কশ জানিয়া যে বিহিত তাহা করিবেন নাগাদি ৩রা ভাদ্র যাহাতে সকল জওয়াব আইসে তাহা করিবেন নিবেদন ইতি ।”

  • 醬發鹽鬍麗函

擬 "لا يتعي

  • ...* 繼蠶體淺攤匿匿達重 鵝 كتابي جي o:শ্রীশ্রীহরিঃ 醬鬍

শরণং ; 譯賈影 #: 器隱售撥擾隨 鞘基 ১ মহারাজ নন্দকুমারের এই পরখানি তাহার পুত্র রাজা গুরুদাসকে লিখিত হইয়াছিল। তাহার শিরোভাগে ১১৭৮ সালের ২১শে পৌষের খত বলিয়া লিখিত আছে। তাহ হইলে ১৭৭২ খ্ৰীঃ অব্দের জানুয়ারি হইতেছে। সে সময়ে ওয়ারেন হেস্টিংসের কর্তৃত্ব আরম্ভ হয় নাই। রাজা ও নিজামতের L:"নল নাই। ইহার অব্যবহিত পরে এপ্রিল মাসে કાર્નેના " ও গৌরীশঙ্কর নামক প্রতিমাদ্বয়। এই দুই প্রতিমা আকালীপুরের মন্দিরে