পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪০
মুর্শিদাবাদ-কাহিনী।

ছিলেন। সিরাজ মোহনলাল, মীরজাফর প্রভৃতিকে সওকতজঙ্গের দমনে পাঠাইয়া জগৎশেঠকে সনন্দ না আনার কারণ জিজ্ঞাসা করিলেন। কিন্তু জগৎশেঠ তাহার কোন সন্তোষজনক উত্তর প্রদান করিতে পারলেন না। এই অবহেলার ক্ষতিপূরণের জন্য সিরাজ জগৎশেঠকে বণিগ্‌মহাজনদিগের নিকট হইতে তিন কোটি টাকা সংগ্রহ করিবার জন্য আদেশ দিলেন। জগৎশেঠ পীড়িত লোকদিগকে পুনঃপীড়ন করিয়া অর্থশোষণ করা সঙ্গত মনে করিলেন না। তিনি নবাবের আদেশের প্রতিবাদ করায় সিরাজ ক্লোধোন্মত্ত হইয়া তাহার মুখে এক মুষ্ট্যাঘাত করেন।[১] পরে তাহাকে বন্দী করিয়া রাখিতে আদেশ দেন।[২] মীরজাফর প্রভৃতি প্রত্যাবৃত্ত হইয়া জগৎশেঠকে মুক্ত করার জন্য নবাবকে অনুরোধ করেন। নবাব তাহদের কথায় প্রথমে কর্ণপাত করেন নাই; পরে ক্লোধের উপশম হইলে জগৎশেঠকে নিস্কৃতি দিয়াছিলেন। এই রূপে অবমানিত হইয়া জগৎশেঠ সিরাজের উচ্ছেদসাধনে দৃঢ়প্রতিজ্ঞ হইলেন। দিল্লীর বাদশাহ যাঁহাদিগকে বংশানুক্রমে সম্মান প্রদর্শন করিয়া আসিতেছেন, তাহার সিরাজের ন্যায় চঞ্চলমতি নবাবের কৃত অপমান কদাচ সহ্য করিতে পারেন না। সিরাজকৃত অযথা অবমাননার জন্য তাঁহার মনোমধ্যে প্রতিহিংসার অগ্নি প্রজ্বলিত হইয়া উঠিল এবং সেই অগ্নি ক্লমে বধিতায়তন হইয়া, সিরাজের সহিত সমস্ত মুসলমানরাজ্য ভস্মীভূত করিয়া ফেলিল। কিরূপে তিনি সিরাজের প্রতি তৎকৃত অবমাননার প্রতিশোধ লইতে চেষ্টা করেন তাহা ক্লমে প্রদশিত হইতেছে।

 যৎকালে জগৎশেঠ প্রভৃতি প্রধান প্রধান ব্যক্তিগণ সিরাজের দমনার্থ সুযোগ অন্বেষণ করিতেছিলেন, সেই সময়ে তাহার সহিত ইংরেজদিগের বিবাদ উপস্থিত হয়। জগৎশেঠ, মীরজাফর ও রায়দুর্লভ প্রভৃতি একমত হইয়া ইংরেজদের সাহায্য করিতে কৃতসকম্প হইলেন। পূর্বে বলা হইয়াছে, আলিবর্দী খাঁর সময় হইতে শেঠদিগের সহিত ইংরেজদেগের সম্বন্ধ গাঢ়তর হইতে আরম্ভ হয়। ইংরেজদের সহিত বিবাদারম্ভের প্রথমে, জগৎশেঠের বিশেষরূপে অবমাননার পূর্বে, কলিকাতার অধ্যক্ষ হলুওয়েল সাহেব ইংরেজদের প্রতি সিরাজের ক্লোধোপশমের জন্য জগৎশেঠকে অত্যন্ত অনুরোধ করিয়া পাঠাইয়াছিলেন। নবাবের কলিকাতাক্রমণের পর, যখন ইংরেজরা পলায়ন করিয়া ফলতায় অবস্থিতি করিতেছিলেন, তখন তাঁহারা জগৎশেঠকে সম্মানসহকারে পর লিখিয়া, নবাব-দরবারে তাঁহদের পক্ষ হইয়া কার্য করিতে অনুরোধ করেন। ২২শে জুন কলিকাতা অধিকৃত হয়, ইংরেজরা ২২শে আগস্ট জগৎশেঠকে

  1. Long's Selection, p. 77.
  2. Gleig's Memoirs of Warren Hastings. Vol. I, p. 40. জগৎশেঠকে মুষ্ট্যাঘাত অথবা বন্দী করার কথা দেশীয় কোন ইতিহাসগ্রন্থে দেখা যায় না। অর্মে বলেন যে, সিরাজউদৌল৷ শেঠদিগের সহিত বরাবরই সদ্ব্যবহার করিতেন। আলিবর্দীর মৃত্যুর পর তাহদের ধনসম্পত্তি নিরাপদে থাকিবে না এই আশঙ্কা করিয়া তাঁহারা মীরজাফরের সহিত যোগদান করিয়াছিলেন।