পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪৬
মুর্শিদাবাদ-কাহিনী।

শেঠদিগের মন্ত্রণ আরম্ভ হয়, তজ্জন্য যাহাতে তাঁঁহারা অধিক দূর ভ্রমণ করিতে না পারেন, সে বিষয়ে স্বীয় অনুচরদিগকে সতর্ক করিয়া দেন।[১]

 তৎকালে ভান্সিটার্ট সাহেব কলিকাতার গবর্নর ছিলেন। তিনি বরাবরই মীর কাসেমকে শ্রদ্ধা করিতেন। ইংরেজদিগের সহিত বিবাদে ভান্সিটার্ট প্রথম প্রথম মীর কাসেমের পক্ষ সমর্থন করিতে চেষ্টা করিয়াছিলেন; কিন্তু ক্রমে যখন বিবাদ গুরুতর হইয়া উঠে, তখন তিনি নবাবকে নিরস্ত হইতে অনুরোধ করেন।

 নবাব জগৎশেঠকে বন্দী করিলে, ভান্সিটার্ট বিরক্ত হইয়া তাহাকে এক পত্র লিখিয়া পাঠান। তিনি আমিয়ট সাহেবের নিকট হইতে জগৎশেঠদিগের সংবাদ অবগত হইয়াছিলেন। আমিয়ট তৎকালে কাশীমবাজারে অবস্থিতি করিতেছিলেন। গবর্নর ১৭৬৩ খ্রীঃ অব্দের ২৪শে এপ্রিল নবাবকে লিখিয়া পাঠাইলেন,—"আমি এইমাত্র আমিয়টের পত্রে অবগত হইলাম যে, মহম্মদ তকী খী ২১শে রজনীতে জগৎশেঠ ও স্বরূপচাঁদের বাটতে প্রবেশ করিয়া, তাহাদিগকে বন্দী অবস্থায় হীরাঝিলে আনিয়া রাখিয়াছে। এই ঘটনায় আমি অত্যন্ত আশ্চর্যাম্বিত হইয়াছি। যখন আপনি শাসনকার্যের ভার গ্রহণ করেন, তখন আপনি, জগৎশেঠ ও আমি সমবেত হইয়া এইরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলাম যে, শেঠেরা, বংশমর্যাদায় দেশের মধ্যে সর্বপ্রধান; অতএব শাসনকার্যের বন্দোবস্তে আপনাকে তাহাদিগের সাহায্যগ্রহণ করিতে হইবে এবং তঁহাদিগের কোনরূপ অনিষ্ট না করিতে আপনি স্বীকৃত হন। মুঙ্গেরে আপনার সহিত সাক্ষাৎকালে আমি শেঠদিগের কথা আপনাকে বলিয়াছিলাম এবং আপনিও তাঁহাদিগের কোন ক্ষতি করিবেন না বলিয়া আমাকে নিশ্চিন্ত করেন। তাঁহাদিগকে এরূপভাবে গৃহ হইতে আনয়ন করা অত্যন্ত অন্যায় হইয়াছে; ইহাতে তাঁহাদিগের যৎপরোনাস্তি অবমাননা করা হইয়াছে। আপনার এরূপ ব্যবহারে আমাদের সন্ধি ভঙ্গ হইয়াছে এবং আপনার ও আমার সুনামে কলক পড়িয়ছে। ভূতপূর্ব কোন নাজিম তাঁহাদিগের প্রতি এরূপ ব্যবহার করেন নাই। সুতরাং আপনি সৈয়দ মহম্মদ খা ঁবাহাদুরকে (মুর্শিদাবাদের ফৌজদার) তাহাদিগের মুক্তির জন্য লিখিয়া পাঠাইবেন।”

 নবাব ২রা মে তাহার এক সুদীর্ঘ প্রত্যুত্তর লিখিয়া পাঠান। তাহাতে অনেক কথা লিখিত থাকে; তন্মধ্যে শেঠদিগের সম্বন্ধে ঘাহা লিখিত হইয়াছিল, তাহার মর্ম এই রূপ,—"শেঠেরা ইংরেজদেগের সহিত যোগ দিয়াছে বলিয়া আমি তাহাদিগকে আনিতে পাঠাই নাই। যখন আমি শাসনভার গ্রহণ করি, তখন শেঠেরা আমায় সাহায্য করবে বলিয়া প্রতিশ্রুত হয়। কিন্তু তিন বৎসর তাঁহারা আমার কোনরূপ সাহায্য করে নাই এবং আপনাদিগের কারবারও সুন্দরবৃপে নির্বাহ করে নাই। আমি যখনই তাহাদিগকে আহবান করিয়াছি, তখনই তাঁহারা আমার আদেশ অমান্য করিয়াছে এবং আমাকে তাহদের শত্রু ও রাজ্য হইতে বিতাড়িত মনে করিয়াছে। এক্ষণে

  1. Seir Mutaqherin (Trans.), Vol. II. p. 226.