পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪৮
মুর্শিদাবাদ-কাহিনী।

কাসেমের সহিত মুঙ্গের হইতে গমন করিতে বাধ্য হন। মীর কাসেমের দুরবস্থার পর তাঁহারা বাদশাহ শাহ আলম ও অযোধ্যার নবাব-উজীরের হস্তে পতিত হইয়াছিলেন। মীরজাফর দ্বিতীয় বার সিংহাসনে আরোহণ করিয়া, তাহাদিগকে মুর্শিদাবাদে আনয়ন করিবার জন্য নবাব উজীরকে বারংবার অনুরোধ করিয়া পাঠান। কিন্তু তিনি মীরজাফরের অনুরোধ রক্ষা করেন নাই। খোশালচাঁদ ও উদায়ংর্চাঁদ অনেক অর্থ দিয়া তাহাদিগকে মুর্শিদাবাদে আনয়ন করেন। মুর্শিদাবাদে আসিয়া তাহাদিগকে অত্যন্ত হীন অবস্থায় জীবিকা নির্বাহ করিতে হইয়াছিল।

 ১৭৬৫ খ্রীঃ অব্দের জানুযারী মাসে মীরজাফরের দেহত্যাগ হইলে, তাঁহার পুত্র নজম উদ্দৌলা ইংরেজদিগের অনুগ্রহে মুর্শিদাবাদের মসনদে উপবিষ্ট হন। কলিকাতার কাউন্সিলে তাহাকে সিংহাসন প্রদান করা স্থিরীকৃত হইলে, জনস্টন, মিডলটন ও লেসেস্টার নামে কাউন্সিলের তিনজন সভ্য তাঁহাকে মসনদে বসাইতে মুর্শিদাবাদে আগমন করিয়াছিলেন। এই সময়ে কোম্পানীর কর্মচারিগণের অর্থলালসা অত্যন্ত বলবতী হওয়ায়, নবাবকে তাহা মিটাইবার জন্য অনেক অর্থ ব্যয় করিতে হয়। নজম উদ্দৌলার সহিত বন্দোবস্তের সময় ইংরেজরা জগৎশেঠকেও তাহার কার্যের সহায়তার জন্য নিযুক্ত করিয়াছিলেন। সেই উপলক্ষে উক্ত সভ্যত্রয় জগৎশেঠের নিকট হইতে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রার্থনা করেন। জগৎশেঠ প্রথমে তাহা দিতে স্বীকৃত হইয়াছিলেন; কিন্তু তাহার উক্ত টাকা প্রদানে বিলম্ব হওয়ায় কোম্পানীর মহাপ্রভু কর্মচারিগণ জগৎশেঠকে নানারূপ ভয় প্রদর্শন করিয়া উক্ত টাকা আদায় করিয়াছিলেন। নজম উদ্দৌলা প্রথমত, মহম্মদ রেজা খাঁকে নায়েব সুবা নিযুক্ত করেন। তাহার পর, মে মাসে ক্লাইব ভারতবর্ষে পুনরাগমন করিলে, নজম উদ্দৌলা রাজস্ব ও সৈন্যসংক্রান্ত যাবতীয় ভার পরিত্যাগ করিতে বাধ্য হন। কেবল শাসনকার্যের ভার তাহার উপর ন্যস্ত থাকে এবং তিনি মহম্মদ রেজা খাঁ, রাজা দুর্লভ রাম ও জগৎশেঠের পরামর্শে সমুদায় কার্য নির্বাহ করিতে অনুরুদ্ধ হন।

 ১৭৬৫ খ্রীঃ অব্দের আগস্ট মাসে কোম্পানী দেওয়ানী গ্রহণ করিয়া, দেশের সর্বময় কর্তা হইয়া উঠিলেন; দেওয়ানী গ্রহণের পর ক্লাইব জগৎশেঠ খোশালচাঁদকে কোম্পানীর “সরফ” বা গদীয়ানের পদে নিযুক্ত করিলেন। খোশালচাঁদ, তৎকালে অত্যন্ত অল্পবয়স্ক ছিলেন। তাঁহার বয়স তখন অষ্টাদশ বয়সমাত্র ছিল বলিয়া শুনা যায়। এই সময় হইতে শেঠদিগের দুর্দশার আরম্ভ হয়। খোশালচাঁদ ১৭৬৫ খ্রীঃ অব্দের নভেম্বর মাসে ক্লাইবকে আপনাদিগের দুরবস্থার কথা জানাইলে, ক্লাইব এইরূপ কর্কশভাবে তাহার উত্তর প্রদান করিয়াছিলেন—"আপনি অজ্ঞাত নহেন যে, আপনার পিতার প্রতি আমি কিরূপ সদয় ব্যবহার ও তাঁহাকে সর্বদা কিরূপ ভাবে সাহায্য করিয়া আসিয়াছি, এবং আপনার ও আপনার পরিবারস্থ সকলের প্রতি এক্ষণেও সেইরূপ আন্তরিক যত্ন দেখাইতেছি। দুঃখের বিষয়, আপনি নিজের সম্মানের ও সাধারণের প্রতি কর্তব্যকর্যের বিষয় কিছুমাত্র চিন্ত করেন না; পূর্বে যেরূপ