পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৫৮
মুর্শিদাবাদ-কাহিনী

প্রভৃতি ভূমির তালিকা, সীমাসম্বন্ধীয় কাগজপত্র ও আদায়-অনাদায়ের হিসাব প্রস্তুত করিয়া প্রধান কাননগোর নিকট প্রেরণ করিতেন। প্রধান কাননগো এই সমস্ত সতর্কতার সহিত রক্ষা করিতেন। প্রধান কাননগোর অধীন একজন করিয়া নায়েব কাননগো নিযুক্ত হইতেন। সরকার হইতে যে-সমস্ত কর নির্ধারিত হইত, তাহাদের রসিদাদি নায়েব কাননগোগণের নিকট থাকিত; সমস্ত ভূমির সীমাসম্বন্ধীয় কাগজপত্র রাখিবার ভারও তাহাদের হস্তে ন্যস্ত ছিল। এতদ্ব্যতীত প্রত্যেক স্থানের সদর কাছারি হইতে সামান্য ইজারাদারদিগের রাজস্বের হিসাব ও অন্যান্য অনেক হিসাবপত্র তাহাদিগকে রাখিতে হইত। প্রধান কাননগো নায়েব কাননগোদিগকে তাঁহাদের কার্যের উপযোগী কাগজপত্র প্রদান করিতেন। নায়েব কাননগোকে অনেক বিষয়ে প্রধান কাননগোর সাহায্য করিতে হইত এবং কাননগো-দপ্তরে অনেক প্রধান প্রধান কার্যে তিনি লিপ্ত থাকিতেন।

 কেহ কেহ বলেন, আকবরের সময় হইতে সম্ভবতঃ নায়েব কাননগে৷ পদের সৃষ্টি হয়।[১] সুজার সময় রাজমহল বাঙ্গলার রাজধানী ছিল। তাহার পর পুনর্বার ঢাকায় রাজধানী হয়। কথিত আছে যে, ভগবান্‌ কাননগো কার্য দক্ষতার সহিত সম্পন্ন করায়, তিনি বঙ্গাধিকারী উপধিপ্রাপ্ত হইয়াছিলেন। এই সময়ে বাধিকারিগণ মালদহ জেলার শিবগঞ্জ পুখুরিয়া নামক স্থানে আপনাদের আর একটি বাসবাটী নির্মাণ করেন। তথায় একটি কালীবাটী ও অতিথিশালা স্থাপন করা হয়। তাহার ভগ্নাবশেষ আজিও দৃষ্ট হইয়া থাকে।

 ভগবানের পর তাহার ভ্রাতা বঙ্গবিনোদ প্রধান কাননগো-পদ প্রাপ্ত হইয়া, দক্ষতাসহকারে রাজস্ববিভাগের কার্য সম্পাদন করিতে থাকেন। তিনি মালদহ জেলায় বিনোদনগর নামে এক গ্রাম পত্তন করিয়াছিলেন। তাহার সময়ে ঢাকা বাঙ্গলার রাজধানী ছিল। কথিত আছে, ঢাকার রায়বাজার তাহারই স্থাপিত বলিয়া উক্ত রায়বাজারে তাহার গড়খাইবিশিষ্ট বাসভবনের চিহ অদ্যাপি দেখিতে পাওয়া যায়। ১৬৭৯ খ্রীঃ অব্দে সায়েস্তা খাঁর বাঙ্গলারাজ্য শাসন করার সময় বঙ্গবিননাদের মৃত্যু হয়। বঙ্গবিনোদ সায়েস্তা খাঁকে রাজস্বসম্বন্ধে অনেক সাহায্য করিয়াছিলেন।

 বঙ্গবিনোদের পর ভগবানের পুত্র হরিনারায়ণকে কাননগে৷ পদ প্রদান করা হয়। ১৬৭৯ খ্রীঃ অব্দে ১০৯০ হিজরী আরঙ্গজেবের রাজত্বের ২২শ তম বৎসরে হরিনারায়ণ সুবা বাঙ্গলার অর্ধাংশ কাননগোর ভার প্রাপ্ত হন, তাহার নিয়োগপত্রে এইরূপই লিখিত আছে। হরিনারায়ণ হইতেই সুবা বাঙ্গলায় দুইজন প্রধান কাননগোর নিয়োগ দেখা যায়। তাহার পূর্বে একজন প্রধান কাননগোই কার্য করিতেন। হরিনারায়ণের ফার্মানের পরপৃষ্ঠায় এইরূপ লিখিত আছে যে, পূর্বে বিনোদ সুবা বাঙ্গলার কাননগোর

  1. Minutes of Evidence taken in W. H's Trial. (David Anderson's evidence, p. 1217.)।