পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বঙ্গাধিকারী
৬৩

রাজস্বসম্বন্ধে অনেক উন্নতি করিয়াছিলেন এবং নবাবও কখনও তাহার কোন কার্যে হস্তক্ষেপ করেন নাই। চায়েন রায়ের পর বীরু দত্ত নামক খালসার সহকারী দেওয়ানকে দেওয়ানী পদ প্রদান করা হয়। কিন্তু তিনি রায়রায়ান উপাধি প্রাপ্ত হন নাই। বীরু দত্তের পর তাহার সহকারী উমেদ রায় কিছুকাল উক্ত কার্য করিয়াছিলেন। পরে রায়রায়ান আলম চাঁদের পুত্র কীর্তিটা খালসার দেওয়ানী পদে নিযুক্ত হন। তিনি রায়রারান উপাধি পাইয়াছিলেন কিনা, তাহা জানা যায় না। কীর্তিাদের পরে উমেদ রায় খালসার দেওয়ানী ও রায়রায়ান উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। তিনিই সম্ভবতঃ মুসলমানরাজত্বের শেষ রায়রায়ান। তাহার পর কোম্পানী দেওয়ানী গ্রহণ করিয়া নায়েব দেওয়ানী পদের সৃষ্টি করেন। হেস্টিংস ১৭৭২ খ্রীঃ অব্দে নায়েব দেওয়ানী পদের ললাপ করিয়া পুনর্বার খালসার দেওয়ানী পদের প্রচলন করিয়াছিলেন এবং রায়দুর্লভের পুত্র রাজা রাজবল্লভকে রায়রায়ান নিযুক্ত করেন। চিরস্থায়ী বন্দোবস্ত স্থির হইয়া গেলে রাজবল্লভের সঙ্গে সঙ্গে উক্ত পদেরও অন্তর্ধান হয়। যতদূর জানা যায়, তাহাতে হিন্দুদিগকেই বরাবরই খালসার দেওয়ানী ও রায়রায়ান উপাধি প্রদান করা হইয়াছে। মুসলমান রাজত্বকালে রাজস্ববিভাগের সর্বোচ্চ পদে হিন্দুরা নিযুক্ত হইতেন। ইহা হিন্দুদিগের পক্ষে কম গৌরবের বিষয় নহে।

 শিবনারায়ণের পর তাহার পুত্র লক্ষীনারায়ণ নবাব আলিবর্দী খাঁর রাজত্বকালে প্রথম কাননগোর পদে নিযুক্ত হন। লক্ষীনারায়ণের সহিত ভট্টবাটীবংশীয় মহেন্দ্রনারায়ণকে[১] দ্বিতীয় কাননগোর কার্য করিতে দেখা যায়। আলিবর্দীর সময় হইতে চিরস্থায়ী বন্দোবস্ত পর্যন্ত লক্ষীনারায়ণ ও মহেন্দ্রনারায়ণ এই দুই জনে কাননগোর কার্য করিতেন। সিরাজউদ্দৌলার সহিত ১৭৫৭ খ্রীঃ অব্দের ৯ই ফেব্রুয়ারী ইংরেজদিগের যে সন্ধি স্থাপিত হয়, সেই সন্ধিপত্রে লক্ষীনারায়ণ ও মহেন্দ্রনারায়ণ উভয়েরই স্বাক্ষর দৃষ্ট হইয়া থাকে।[২] এইরূপ কথিত আছে যে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে-ষড়যন্ত্র হয়, লক্ষ্মীনারায়ণও তাহার একজন নেতা ছিলেন। এই ষড়যন্ত্রের পূর্বে তিনি কোন কার্যোপলক্ষে দিল্লী গমন করেন। পরে তথা হইতে প্রত্যাগত হইয়া সন্ধিপত্রে স্বাক্ষর করিয়াছিলেন। অনন্তর মুসলমান-রাজত্বের অবসান হইলে,

  1. এই মহেন্দ্রনারায়ণের সহিত অনেকে রাজা মহেন্দ্র বা রায়দুর্লভের গোলযোগ করিয়া থাকেন। রায়দুর্লভের সম্পূর্ণ নাম “মহারাজ মহেন্দ্রনারায়ণ রায়দুর্লভ"। সেইজন্য কখনও তাহাকে রাজা মহেন্দ্র, কখনও রায়দুর্লভ এবং সময়ে সময়ে দুর্লভরামও কহিয়া থাকে। কাননগে। মহেন্দ্রনারায়ণ ভিন্ন ব্যক্তি। দুর্লভরামের মৃত্যুর পর তিনি তাহার পুত্র রাজা রাজবল্লভের সহিত অনেকদিন রাজবিভাগের কার্য করিয়াছিলেন। রাজা মহেন্দ্র বা রায়দুর্লভকে সিরাজের মন্ত্রী বলিয়া কোন কোন স্থানে উল্লেখ দেখা যায়।
  2. যাঁহারা সিরাজের সহিত ইংরেজদিগের সন্ধিপত্র দেখিতে চাহেন, তাঁহারা H. Verlest's Present State of the English Govt. in Bengal. (Appendix) Stewart's Bengal (Appendix) Achison's Treaties refs as cafelcsai