পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
গিরিয়া
৭১

গওস খাঁর পবিত্র দেহ পতিত হয়, তথায় তাহার স্মৃতির জন্য একটি দরগা নির্মিত। হইয়াছিল। গিরিয়ার নিকট মমীনটোলা গ্রামের চাঁদপুর নামক মৌজায় উক্ত দরগা নির্মিত হয়। চাঁদপুর ভাগীরথীর পূর্ব তীরে ছিল। মমীনটোলার কিয়দংশ গঙ্গায় ভাঙ্গিয়া যাওয়ায়, চাঁদপুর এক্ষণে পশ্চিম তীরে পড়িয়াছে। ত্রিশ বৎসরেরও অধিক হইল, গওস খাঁর সে দরগা এক্ষণে ভাগীরথী-গর্ভস্থ হইয়াছে। বর্তমান সময়ে ভাগীরথীর পশ্চিম তীরে নূতন চাঁদপুরে আর একটি সামান্য দরগা নির্মিত হইয়াছে। গওস খাঁর দরগা মুসলমানগণ অত্যন্ত শ্রদ্ধাসহকারে পূজা করিয়া থাকেন।

 ১৭৪০ খ্রীঃ অব্দের শেষ ভাগে গিরিয়ায় প্রথম যুদ্ধ সংঘটিত হয়। গওস খাঁর সহিত সরফরাজের অন্যান্য অনেক সেনাপতি যুদ্ধস্থলে প্রাণবিসর্জন করিয়াছিলেন। বিজয়সিংহ নামে সরফরাজের জনৈক রাজপুত সেনাপতি প্রথমে খামার নিকট অবস্থিতি করিতেছিলেন; পরে অগ্রসর হইয়া অত্যন্ত বীরত্ব প্রদর্শনপূর্বক ভূতলশায়ী হন। তাহার নবমবর্ষীয় পুত্র জালিমসিংহও এই যুদ্ধে বীরত্ব প্রকাশ করিয়াছিল। যে স্থলে সেই রাজপুতবালক অলৌকিক বীরত্ব দেখাইয়াছিল, তাহাকে অদ্যাপি জালিমসিংহের মাঠ কহিয়া থাকে। গিরিয়া হইতে অর্ধ ক্রোশের কিছু অধিক দক্ষিণ-পূর্বে মিঠিপুর নামে এক গ্রাম আছে; মিঠিপুর হইতে খামর পর্যন্ত বিস্তৃত প্রান্তরের নামই জালিমসিংহের মাঠ। গিরিয়া হইতে খামরা দুই ক্রোশের অধিক পূর্বে অবস্থিত। জালিমসিংহের মাঠের নিকট আকবরপুর নামে একখানি ক্ষুদ্র গ্রাম আছে। মিঠিপুর গ্রামে কয়েকঘর চৌহান রাজপুত বাস করেন। তাঁহারা এইরূপ বলিয়া থাকেন যে, প্রতাপাদিত্যের পরাজয়ের পর, ভবানন্দ মজুমদারকে নদীয়ায় প্রতিষ্ঠিত করিয়া, যৎকালে মানসিংহ ভাগীরথীর পূর্বতীরস্থ প্রসিদ্ধ বাদশাহী সড়ক দিয়া দিল্লী গমন করিতেছিলেন, সেই সময়ে তাঁহারা খামার পর্যন্ত অগ্রসর হইলে, মানসিংহের অনুচর কতিপয় চৌহান রাজপুত কোন কারণবশতঃ দিল্লী যাইতে ইচ্ছা না করিয়া মিঠিপুরে আপনাদিগের বাসস্থান নির্দেশ করেন;[১] বর্তমান চৌহানগণ তাহাদিগের বংশধর বলিয়া আপনাদিগের পরিচয় দেন। বিজয়সিংহ মিঠিপুরস্থ রাজপুতবংশীয় কি রাজপুতনা হইতে নবাগত, তাহার কোন প্রমাণ পাওয়া যায় না। মিঠিপুর ও গিরিয়ার মধ্যে কাণাপুকুর নামে একটি ক্ষুদ্র পুষ্করিণী আছে। এইরূপ প্রবাদ আছে যে, যুদ্ধের সময় জলাভাববশতঃ যুদ্ধাস্ত্রদ্বারা তাহা খনন করা হইয়াছিল। বর্ষাকাল ব্যতীত অন্যসময় তাহ৷ শুঙ্কাবস্থায় অবস্থিতি করে। দীঘল গিরিয়া ও ছোট গিরিয়া

- - - - - - - -

উপস্থিত হইলে, সহসা বন্দুকের শব্দে ও গুলিবর্ষণে তাঁহারা চমকিত হইয়া উঠে। বালাজী রাও কারণ অনুসন্ধানে সেই বীরললনার সাহসের পরিচয় পাইয়া যৎপরোনাস্তি সন্তুষ্ট হন এবং নিজ সৈনিকদিগকে সেদিকে যাইতে নিষেধ করিয়া, গওস খার পত্নীকে দাক্ষিণাত্য হইতে আনীত কতকগুলি কারুকার্যযুক্ত দ্রব্য উপহার স্বরূপ প্রদান করেন। (Mutaqherin, Vol. I, pp. 453-54)


  1. বর্তমানে প্রমাণিত হইয়াছে যে, মানসিংহ প্রতাপাদিত্যকে পরাজিত করেন নাই।