পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আলিবর্দীর বেগম
৭৯

হিন্দুধর্ম রক্ষার জন্য ভারতে অবতীর্ণ হইয়া মোগলদর্প চূর্ণীকৃত করিয়াছিলেন, সেই দেবতুল্য পুণ্যশ্লোক শিবাজীর রাজনৈতিক জীবনেও তাহার প্রিয়তমা পত্নীর সহায়তার কথা শুনা যায়। ফলতঃ কি ভারতে,—কি ইউরোপে সর্বত্রই রাশি রাশি মহত্তর ও কষ্টতর কার্যে পতিশক্তির ও পত্নীশক্তির মিলন দেখা গিয়াছে।

 পুরুষ চিরকাল রাজনীতির সেবক হইয়া থাকেন। রমণী সাধারণতঃ সেই কঠোর তত্ত্বে মনোনিবেশ করিতে চাহেন না। কিন্তু অনেক সম্রাটু ও রাজনীতিবিদগণের জীবনে তাহাদিগের সহধমিণীরও প্রতিভার ছায়া দেখিতে পাওয়া যায়। নবাব আলিবর্দী খার ন্যায় রাজনীতিবিৎ পুরুষ বাঙ্গলার সিংহাসনে অতি অল্পই উপবেশন করিয়াছেন বলিয়া মনে হয়। দুর্দান্ত মহারাষ্ট্রীয়দিগকে দমন করিয়া সঙ্গে সঙ্গে বাঙ্গরাজ্যের প্রজাদিগকে শান্তির হিল্লোলে ভাসাইয়া, তিনি রাজনীতির চূড়ান্ত পরিচয় দিয়া গিয়াছেন।

 এরূপ কথিত আছে যে, সুচতুর রাজনীতিবিৎ নিজাম উল মোঙ্ক অনেক সময়ে আলিবর্দী খার রাজনীতিকৌশলে চমকৃত হইতেন এবং তাহাকে প্রতিদ্বন্দ্বিস্বরূপ মনে করিয়া, সময়ে সময়ে মহারাষ্ট্রীয়দিগকে উত্তেজিত করিতেন। আলিবর্দীকে মুর্শিদাবাদ। বা বাঙ্গলার আকবর বলিয়া নির্দেশ করা যাইতে পারে। মুর্শিদাবাদের নবাবদিগের। মধ্যে হিন্দু ও মুসলমানের প্রতি সম্প্রতি দেখাইয়া, মহাবিপ্লবমধ্যেও শান্তভাবে প্রজাপালন করিতে তাহার ন্যায় আর কেহই সমর্থ হন নাই। তাহার প্রভু ও পূর্ববর্তী নবাব সুজা উদ্দীন এই হিন্দু-মুসলমানের প্রতি সম্প্রীতির সূচনা করিয়া যান এবং আলিবর্দী খা ঁতাহা সম্পূর্ণরূপে কার্যে পরিণত করেন। সেই কর্মবীর আলিবর্দী খাঁর রাজনৈতিক জীবন তাঁহার প্রিয়তমা মহিষীর সহায়তায় পূর্ণতা লাভ করিয়াছিল বলিয়া কথিত হইয়া থাকে। আলিবর্দীর. উচ্ছল সংসার যেমন এই মহীয়সী মহিলার তর্জনীতাড়নের অধীন ছিল, সেইরূপ বিপ্লবসাগরে নিমগ্ন সমগ্র বঙ্গরাজ্যের শাসনও তাহারই পরামর্শানুসারে চালিত হইত। জ্ঞান, ঔদার্য, পরহিতেচ্ছ৷ ও অন্যান্য সদগুণে তিনি রমণীজাতির মধ্যে অতুলনীয় ছিলেন। রাজ্যের যাবতীয় হিতকর কার্য তাহারই পরামর্শের উপর নির্ভর করিত।

 একজন ইংরেজ লেখক বলিয়াছেন যে, নিষ্ঠুর ও বিশ্বাসঘাতকতামূলক কার্য ব্যতীত রাজ্যের প্রায় প্রত্যেক প্রধান ও গুরুতর কার্যে নবাব তাহারই পরামর্শ গ্রহণ করিতেন। ঐ সমস্ত নিষ্ঠুর কার্যে তাহার অত্যন্ত ঘৃণা ছিল এবং তিনি বলিলেন যে, ঘৃণ্য ও নৃশংস পন্থা অবলম্বন করিলে তাহার বংশ নিশ্চয়ই ধ্বংসমুখে পতিত হইবে।[১] যদিও

  1. “A woman whose wisdom, magnanimity, benevolence, and cvery amiable quality, reflected high honour on her sex and station. She much influenced the Userper's councils, and was ever consulted by him in every material movement in the state, except when sangui