পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৮০
মুর্শিদাবাদ-কাহিনী

ঐ সমস্ত কার্যে তাহার অনিচ্ছা ছিল, তথাপি বিশেষ কোন প্রয়োজন হইলে, তিনিও সময়ে সময়ে তাহাতে সম্মতি প্রদান করিতেন। ইহাতে তাহার রাজনীতিজ্ঞানেরই বিশেষরূপ পরিচয় পাওয়া যায়। কিন্তু সাধারণতঃ তিনি ঐ সকল পন্থার বিরোধিনীই ছিলেন। আলিবর্দী খা ঁকদাচ তাহার কথা অমান্য করিতেন না। তাহার জ্ঞান ও দূরদর্শিতা এত দূর বিস্তৃত ছিল যে, নবাব সর্বদা বলিতেন যে, নবাববেগমের সিদ্ধান্ত ও ভবিষ্যদ্বাণী কদাচ অন্যথা হইবার নহে।[১] তিনি কেবল মুর্শিদাবাদের রাজপ্রাসাদস্থিত পর্যঙ্কোপরি উপবেশন করিয়া সুরম্য ভাগীরথীশোভা সন্দর্শনে জীবন যাপন করিতেন। কিন্তু নবাবের সহিত ভয়াবহ মহারাষ্ট্রীয় ও আফগানসমরে উপস্থিত থাকিয়া, তাহার মনে সর্বদা উৎসাহের সঞ্চার করিয়া দিতেন। রণক্ষেত্রের ভীষণ দৃশ্য তাহার মনে রমণীজনসুলভ ভীতির সঞ্চার না করিয়া উৎসাহ ও আনন্দ আনয়ন করিত। নবাবের সহিত যুদ্ধক্ষেত্রে গমন করিয়া তিনি কোন কোন সময়ে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়াছেন। তথাপি স্বামীকে পরিত্যাগ করিয়া একাকিনী প্রাসাদ-প্রকোষ্ঠে অবস্থান করেন নাই। আমরা তাহার এক সময়ের বিপদের কথা উল্লেখ করিতেছি।

 যৎকালে মহারাষ্ট্রীয়গণ স্বর্ণপ্রসবিনী বঙ্গভূমির অতুল ঐশ্বর্যের কথা শুনিয়া বাঙ্গলা রাজ্য মন্থন করিবার জন্য অগ্রসর হইয়াছিল, সেই সময়ে নবাব তাহাদিগকে দমন করিবার অভিপ্রায়ে উড়িষ্যা হইতে বর্ধমানাভিমুখে অগ্রসর হন। সে যুদ্ধে নবাবের সহিত নবাববেগমও উপস্থিত ছিলেন। বেগম লণ্ডা’ নামে এক হস্তীর পৃষ্ঠে আরোহণ করিয়া, সেই ভয়ঙ্কর সমরসাগরের উত্তাল তরঙ্গে ইতস্ততঃ বিক্ষিপ্ত হইতেছিলেন। মহারাষ্ট্রীয়গণ সেই হস্তীকে ধৃত করিয়া নবাববেগমকে বন্দী করিবার জন্য চেষ্টা করিতেছিল, কিন্তু নবাবের জনৈক সেনাপতি ওমর খাঁর পুত্র মোসাহেব খা অসীম বীর্যবত্তা দেখাইয়া সেই কৃতান্তদূতদিগের হস্ত হইতে হস্তী ও বেগমের উদ্ধারসাধন করেন।[২] এইরূপ আরও অনেক স্থলে তিনি রণক্ষেত্রের অসীম কষ্ট অকাতরে সহ্য করিয়াছেন। তথাপি কখনও হৃদয়দৌর্বল্য দেখাইয়া গৃহকোণে অবস্থিতি করেন নাই। যদিও তৎকালে বাদশাহ ও নবাবগণ আপন আপন বেগমদিগকে লইয়া অনেক সময়ে সমরক্ষেত্রে উপস্থিত থাকিতেন, তথাপি এরূপ nary and treacherous measures were judged necessary, which he knew she would oppose as she ever condemned them when perpetrated however successful,—predicting always that such politics would end in the ruin of his family.” (Holwell's Interesting Historical Events, Pt. I, Chap. II, pp. 170-71).

  1. “Her wisdom and foresight was so great and extensive, that it was commonly said be the Userper: “He never knew her judgment or prediction fail.” (ibid, Pt. I, p. 176.)
  2. Riyaz-us-salatin, p. 339.