পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৮৮
মুর্শিদাবাদ-কাহিনী


মীরণ তাহাদিগের জীবিত থাকা অসহ্য মনে করিয়া, ঢাকার নায়েব যেশারৎ খাঁকে তাহাদের বিনাশের জন্য বারংবার লিখিয়া পাঠান; কিন্তু যেশরৎ খা ঁএই নৃশংস ব্যাপারে অস্বীকৃত হওয়ায়, মীরণ নিজের একজন প্রিয়পাত্রকে উক্ত কার্যের জন্য এক পরওয়ানার সহিত ঢাকায় প্রেরণ করেন। নবাব আলিবর্দী খাঁর বেগম কোনরূপে নিষ্কৃতি পাইয়াছিলেন।[১] এবং সিরাজের বেগম ও কন্যাও অব্যাহতি পান। কিন্তু ঘসেটী ও আমিনা বেগমকে নৌকা করিয়া নদীগর্ভে নিক্ষেপ করা হয়। তাহার মৃত্যুকালে মীরণকে বজ্রাঘাতে মরিবার জন্য অভিসম্পাত করিয়া যান এবং এইরূপ প্রবাদ আছে যে, মীরণের নাকি তাহাতেই মৃত্যু হইয়াছিল। কিন্তু মীরণের মৃত্যু সন্দেহজনক বলিয়া অনেকের বিশ্বাস।

 ইহার পর আলিবর্দীর বেগমের বিষয় বিশেষরূপে অবগত হওয়া যায় না। এইরূপ শুনিতে পাওয়া যায় যে, তিনি ঢাকা হইতে মুর্শিদাবাদে পুনরানীত হইয়াছিলেন এবং দেহত্যাগের পর খোশ্‌বাগে আলিবর্দী খাঁর পদতলে সমাহিত হন।[২] খোশ্‌বাগের সমাধির মধ্যে অনেকগুলির বিষয় ভাল করিয়া জানা যায় না। সুতরাং আলিবর্দী খাঁর সমাধিগৃহে তাহার প্রিয়তমা পত্নীর সমাধি আছে কিনা, তাহা আমরা যথার্থরূপে বলিতে পারি না। যদি তাহার মুর্শিদাবাদে মৃত্যু হইয়া থাকে, তাহা। হইলে তিনি যে স্বামীর পদতলে বা পার্শ্বে চিরনিদ্রিতা আছেন, ইহা অনুমান করা। যাইতে পারে। কারণ তাহার ন্যায় আদর্শ মহিলা স্বামীর নিকট ভিন্ন অন্য স্থানে সমাহিত হইতে ইচ্ছা করিতে পারেন না।

  1. Holwell's India Tracts, pp. 40-42, also Vansittart's Narrative, Vol. I, p. 153.
  2. Sharaf-un-nisa and Lutf-un-nisa, and the latters young daughter escaped the violent watery grave which ended the sorrows of Ghasiti and Amina. They were released through the exertions of Lord Clive, the Governor of Bengal and came back to Murshidabad. We find the seal of Shazaf-un-nisa among others, on an arzi submitted to the Governor in December 1765, begging to be granted a subsistance allowance.” [Calender of Persian Correspendence i. 452 Letter No. 2761, received by the Governor General on 10th December, 1765] Brajendranath Banerjee-Begams of Bengal, pp. 12, 36