পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৯২
মুর্শিদাবাদ-কাহিনী


গৌরবেরও চিহ্নমাত্রও নাই। পদ্মা যেন মনোদুঃখে ইহাকে নিজ ক্রোড় হইতে নিক্ষিপ্ত করিয়া দূরে প্রস্থান করিয়াছেন এবং আর একটি নূতন ভগবান্‌গোলার সৃষ্টি হইয়াছে। অষ্টাদশ শতাব্দীর সেই প্রসিদ্ধ বাণিজ্যস্থান এক্ষণে পুরাতন ভগবান্‌গোলা নামে অভিহিত হইতেছে। নূতন ভগবান্‌গোলাকে কখন কখন লোকে আলাতলীও বলিয়া থাকে। পুরাতন ভগবান্‌গোলা হইতে নূতন ভগবান্‌গোলা প্রায় সার্ধ দুই ক্রোশ দূরে অবস্থিত।

 ভগবান্‌গোলার গৌরব নষ্ট হইলেও অনেক দিন পর্যন্ত ইহা একটি মনোহর স্থান বলিয়া প্রসিদ্ধ ছিল। বিশপ হিবার ১৮২৪ খ্রীঃ অব্দের ২রা আগস্ট ভগবান্গোলায় উপস্থিত হইয়া ইহার রমণীয়তায় মুগ্ধ হইয়াছিলেন। তিনি ভগবান্গোলা সম্বন্ধে এইরূপ বর্ণনা করিয়াছেন:— “একটি বিশাল শ্যামল প্রান্তরোপরি ক্ষুদ্র ক্ষুদ্র পরিচ্ছন্ন মৃকুটীরগুলি ইতস্ততঃ বিক্ষিপ্ত ভাবে রহিয়াছে। নদী হইতে কিছুদূরে এতটি শ্যাম তৃণাচ্ছাদিত বাঁধ প্রান্তরের প্রাচীররূপে অবস্থিত। আম্র, বংশ, খর্জুর ও স্থানে স্থানে মনোহর বটবৃক্ষ বাঁধটির ধারে ধারে শোভা পাইতেছে। প্রান্তর গো, মহিষ ও বালক-বালিকাগণে পরিপূর্ণ। তীরের নিকট নদীবক্ষে কতকগুলি তরণীও ভাসিতেছে। কোন কোন উন্মুক্ত কুটীর হইতে নানাবিধ যন্ত্রের বিভিন্নপ্রকার বাদ্যধ্বনি চারিদিক মুখর করিয়া তুলিতেছে। আনন্দময়, উৎসাহময়, কোলাহলময় স্থানটি দেখিলে বাস্তবিক মন প্রফুল্ল হইয়া উঠে।[১] নূতন ভগবানৃগোল৷ পূর্বে বিহার প্রভৃতি স্থানের নীলের আড্ডা বলিয়া প্রসিদ্ধ ছিল।[২] কিন্তু এক্ষণে সে ব্যবসাও মন্দীভূত হওয়ায়, ইহা একখানি সামান্য গ্রাম বলিয়া পরিচয় দিতেছে। প্রায় প্রতি বৎসরেই ভীষণ বন্যাস্রোতে ভগবান্‌গোলার কুটারগুলি ভাসমান হইয়া কমে ইহাকে জনমানবহীন মরুভূমি করিয়া তুলিতেছে। এখনও ভগবান্‌গোলার নাম শুনা যাইতেছে; কালসহকারে সম্ভবতঃ, অনন্ত বিস্মৃতিগর্ভে চিরদিনের জন্য তাহার স্থান হইবে!

  1. ভগবান্‌গোলাদর্শনে বিশপ হবার একটি কবিতা রচনা করিয়াছিলেন। তাহার কিয়দংশ উদ্ধত করা গেল।

    'If thou wert by my side, my love!
    How fast would evening fail,
    In green Bengala's palmy grove.
    Listening the nightingale !”

    (Heber's Narrative of a journey, New Edition, Vol I, p. 113) আমার কোন বন্ধু ইহার এইরূপ অনুবাদ করিয়াছেন:—

    এ সময়ে প্রিয়তমে রহিলে নিকটে,
    সুখময় সন্ধ্যাকাল সুখে যেত চলি,
    শ্যামল বঙ্গের শোভা,তালীবনমাঝে,
    কলকণ্ঠ বিহগের শুনিয়া কাকলী।

  2. Gastrell's Statistical Account of Murshidabad.