পাতা:মৃচ্ছকটিক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ԵՖ দৃশ্য —পঞ্চম মহল। বিদু।–( প্রবেশ ও অবলোকন করিয়া ) হি হি হি হি!—ওগো— এই পঞ্চম মহলটা দেখছি হিং-তেলের গন্ধে ভরপুর—এই গন্ধে দরিদ্র লোকের বড় লোভ হয়। চুলো হতে নানা প্রকার সুগন্ধ ধোয় বেরুচ্চে —শোকাৰ্ত্ত লোকের মত যেন ক্রমাগত মুখ দিয়ে নিঃশ্বাস ফেলচে । আর, নানা প্রকার খাবার জিনিস তৈরি হচ্চে, তাতে আমার লোভটা যেন আরও বাড়িয়ে তুলচে। ওদিকে আবার কশাই-বালক কাটা-পশুর উদরের মাংস ছেড়া-কাপড়ের মত কচলে ধুচ্চে। পাচক নানা প্রকারের খাদ্য সামগ্রী রাধ চে–মোয়া তৈরি করচে–পিঠে ভাজচে । এখন যদি কেউ একবারটি আমাকে বলে, “আহার করুন, পা ধোবার জল দিচ্চি” —তাহলে বড় মজাই হয় । মুরগন্ধৰ্ব্বগণের মত নানা প্রকার অলঙ্কারভূষিত বেশু ও বন্ধুলেতে এ গৃহটিকে যেন একেবারে স্বর্গ করে তুলেছে। ওগো তোমরা কি দুজন “বন্ধুল” ? আচ্ছা—তোমরা কে বল দিকি ? বন্ধুল — লালিত পরের গৃহে পরিপুষ্ট পর-অন্ন-য়সে, জনমেছি মোরা সবে পর-গর্ভে পরের ঔরসে । পর-ধনে রত মোরা আমাদের কোনো গুণ নাই, করি-শিশু সম মোরা হেথা-হোথা চরিয়া বেড়াই ॥