পাতা:মৃচ্ছকটিক.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Şo२ মৃচ্ছকটিক । চাদর গায়ে, তেলে-চোবানো চুকচুকে জুতো-পায়ে উচ্চাসনে বোসে আছেন ? দাসী –উনি হচ্চেন আমাদের ঠাকরণের মা । বিদু —এই অপবিত্র ডাকিনীর কি বিপুল উদর । এই মহাদেবমূৰ্ত্তিটিকে কি দ্বারের শোভার জন্য এই গৃহে এনে রাখা হয়েছে ? দাসী –কর কি গো !—আমাদের মাকে ও রকম করে ঠাট্ট কোরো না—উনি “চাতুর্থিক”-পালাজরে ভূগচেন । বিদু —(পরিহাস-সহকারে) হে ভগবন্‌ চাতুর্থিক ! যদি চাতুর্থিকে এইরূপ দেহ-পুষ্টি হয়, তা হলে এই কৃশ ব্রাহ্মণের প্রতিও একটু কৃপা-দৃষ্টি কোরে । দাসী –ওগো ! তা হলে যে মর্বে। বিদু —(পরিহাসের সহিত) আরে বেটি! এইরূপ স্থলোদর লোকের মরণই ভাল । মাতার অবস্থা এই পান করি সীধু-মুরাসব। যদি মরে মাতা তব শৃগালের হবে মহোৎসব। ওগো ! তোমাদের এত ধন ঐশ্বৰ্য্য—বাণিজ্যের জাহাজাদি চলে না কি ? দাসী –ওগো—না গো, না । বিদু —হায় হায়! এও আবার আমি জিজ্ঞাসা করচি!—নিৰ্ম্মল প্রেমের জলে মদন-সমুদ্রে তোমাদের স্তন-নিতম্ব জঘনাদিই তো মনোহর জাহাজ। যা হোক, এই বসন্তসেনার আট-মহল বাড়ীর বৃত্তান্ত পূৰ্ব্বে অনেক শুনেছিলেম, কিন্তু এখন স্বচক্ষে দেখে বাস্তবিকই মনে হয়,