পাতা:মৃচ্ছকটিক.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । నt বসং —(হাসিয়া সখার মুখেরপানে চাহিয়া ) এই রত্নমালাট নেব না কেন? সহকার-বৃক্ষ পুপহীন হলেও তা হতে মধু-বিন্দু করে। মহাশয়! আমার নাম করে জুয়ারি চারুদত্ত-মশায়কে বলবেন, আমিও আজ সন্ধ্যার সময় তার সঙ্গে দেখা করতে যাব । বিদু –(স্বগত) সেখানে গিয়ে না জানি আবার কি আদায় করবে। (প্রকণ্ডে) দেখুন এখনি তাকে গিয়ে বলচি (স্বগত) আমি বলব—“সখী এই বেণ্ডার সঙ্গ ছাড়ো” । (প্রস্থান) বসং —ওলো ! এই অলঙ্কারগুলি সঙ্গে নে—দত্ত-মশায়ের সঙ্গে দেখা করতে যাচ্চি । দাসী –ঠাকরণ ! দেখুন, দেখুন, অকালে মেঘ উঠেছে। বসং -— উদয় হউক মেঘ, আসুক রজনী, অবিরত হউক বর্ষণ ; প্রিয়জন অভিমুখে হৃদয়ের গতি, —এ সকল না করি গণন ॥ ওলো ! হারটা নিয়ে শীঘ্ৰ আয় । (সকলের প্রস্থান) মদনিক-শর্বিলক-নামক চতুর্থ অঙ্ক সমাপ্ত।