পাতা:মৃচ্ছকটিক.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । Ye Y চারু —(পৈতা ধরিয়া টানিয়া) সখী ! বোসো, ওকি কর—বেচার পায়রা দুটি বেশ মুখে আছে—কেন ওদের মারো । দাস —আমাকে এখনও দেখতে পাইনি—মনে করচে পায়রা । তবে আর একটা ঢ়িল ছুড়ে মারি । (তথাকরণ) বিদু –(চারিদিক অবলোকন করিয়) কি ?–কুম্ভীলক ?.তবে ওর কাছে এগিয়ে যাই—ওরে কুম্ভীলক—আয় আয় ভিতরে আয় । দৃশ্য–উদ্যানের অভ্যন্তর। দাস —(প্রবেশ করিয়া) ঠাকুর প্রণাম । বিদু।–ওরে! এই অন্ধকার ছুদিনে তুই কোথ, থেকে আসূচিস্ ? দাস —ঠাকুর । এই সেই— বিদু –আরে, কে সে ? কাকে মনে করে বলটিস্ ? দাস ।—সেই গো সেই । বিদু।–আরে ব্যাটা তোর হয়েছে কি ? দুর্ভিক্ষ সময়ের অতিবৃদ্ধের উৰ্দ্ধশ্বাসের মত “এই সেই এই সেই” করচিস কেন ? কাকে মনে করে বলচিস্ ? দাস —আপনিও তো ঠাকুর, মদন-দেবের-পূজার সময়কার মত “কাকে কাকে” করচেন। বিদু —এখন তবে আসল কথাটা বল । দাস –(স্বগত) আচ্ছ তবে এই রকম বলি (প্রকাশ্বে) আপনাকে একটা প্রশ্ন দিচ্চি । বিদু —আমি তোর মাথায় পা দিচ্চি ।