পাতা:মৃচ্ছকটিক.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ցօ ইত্যাদি। (শুদ্ধ) বিদু!—(উঠিয়া) ইত্যাদি। পৃ–৬৫। পং-৭ । (পরিত্যক্ত) রদ।-হতভাগ! এখন আর ঠাট্টায় কাজ নেই—দেখুচ না কি হয়েচে। (পূর্ববর্তী) সিধ কেটে চোর পালিয়ে গেল। পৃ— ১০০ । পং—১৭ । ( পরিত্যক্ত ) আরাম-প্রাসাদের বেদিকার উপর বসে পায়রারা খেলা কচে–ওরাই বোধ হয় ফেলে থাকবে। (পূৰ্ব্ববর্তী) কে রে আমাকে চিল ছুড়ে মার্চ। পৃ-১০২ । পং—১ । ( অশুদ্ধ) বিদু। (শুদ্ধ) দাস। পৃ-১০২ ৷ পং-২১ । ( অশুদ্ধ) না না উণ্টো করে বলুন। (শুদ্ধ) একটু ঘুরিয়ে বলুন দিকি। পৃ—১০২ ৷ পং-২২ । ( অশুদ্ধ) ( অক্ষর বদলাইয়া ) । (শুদ্ধ) ( নিজ দেহকে ঘুরাইয়া)। পৃ-১০২ । পং—২৩। (অশুদ্ধ) দাস —আরে মূর্খ বটু, পদটা উণ্টিয়ে বল। (শুদ্ধ ) দাস —পদটা উণ্টিয়ে বলুন। বিদু।– (নিজের পাউণ্টইয়া )–সেনাবসন্তে। দাস —আরে মুখ বটু, অক্ষরের পদটা উণ্টিয়ে বল ॥ পৃ-১০৭ । পং—১৫ । ( পরিত্যক্ত ) তীব্ররূপে । ( পূৰ্ব্ববর্তী ) ধরা করে ভেদ। পৃ—১৫১। পং—১২। “পরের কামিনী আছে" ইত্যাদি—বিটের উক্তি, শকারের উক্তি নহে ॥ পু—২ ১৮ । পং—৩ । ( অশুদ্ধ) চারু। (শুদ্ধ ) শকার। পৃ—২২৩ । পং-২০। (পরিত্যক্ত) নেপথ্যে-চারুদন্ত মহাশয়! ওকে ছাড়ন— ওকে ছাড়ন, আমরা ওকে বধ করি। শকার।-(চারুদন্তের প্রতি) আপনি নিরাশ্রযের আশ্রয়। আমাকে রক্ষা করুন (পূৰ্ব্ববর্তী) (পদতলে পতন )। পৃ—২২৮। পং-১৪ । (পরিত্যক্ত) ধৃত –পদ্মিনী যে অচেতন, তাই ওর সম্বন্ধে ও কথা খাটে। (পূৰ্ব্ববৰ্ত্তা) পদ্মিনী কি মুদে গো নয়ন ॥