পাতা:মৃচ্ছকটিক.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । میob چ —কজ্জলে কালিয়া দিক্‌ সেই মেঘ দেখ সমুখিত ॥ বিট —তাই বটে । দিন-রাতি৷এই দুটি জগতের পঙ্কজ-নয়ন— ক্ষণ-প্রভা-প্রভাবলে দৃষ্টিহীন—নাহিক স্পন্দন । জগতের আশা-মুখ দশ-দিশি আচ্ছাদন করি’ মেঘ-রাশি সুবিশাল নভোমাঝে আছে ছত্র ধরি’ —জগৎ ঘুমায় মুখে মেঘ-গৃহে মেঘেতে আবরি’ ৷ বসং ।—সে কথা সত্য—কিন্তু আবার দেখ :– বিলুপ্ত তারকাগণ —অসাধু জনের প্রতি যথা উপকার । কান্ত-হারা নারী সম হারায়েছে দিক্-বধু সব শোভা তার। বাসবের বজানলে অতিমাত্র হইয়া তাপিত গগন গলিয়া যেন জলরপে হতেছে পতিত ৷ আরো দেখ :– প্রথম-সম্পদ-লব্ধ পুরুষের মত জলধর কত রূপ ধরে শত শত । কতু বা উপরে ওঠে, কতৃ নীচে যায়, গরজে, বরষে, কভু অন্ধকারে ছায় ॥ বিট —সে কথা ঠিক্‌ ৷ বিদ্যুৎ-অনলে জলে, হাসে বলাকার ছলে