পাতা:মৃচ্ছকটিক.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. So o शूझ्ककि । কিন্তু সৌদামিনি ওগো ! এ বড় কৌতুক, তুমিও কি বোঝে নাকে রমণীর দুখ ? বিট —ঠাকরণ ! কেন ওকে মিথ্যে তিরস্কার করুচ—বিদ্যুৎ তোমার উপকারিণী বন্ধু ! ঐরাবত-উরূপরি চপল কনক-রজ্জ্ব-প্রায়, ধবল পাতাক যেন নিবেশিত শৈলের মাথায়, দেবরাজ-ভবনের প্রজ্জ্বলিত দীপের মতন বলিয়া দিতেছে উহ তব প্রিয়তমের ভবন ॥ বসং —পণ্ডিত ! তাই তো, এই যে সেই গৃহ । বিট ।—সমস্ত কলা-বিদ্যাই তো তোমার জানা আছে—এমন কিছুই নেই যে বিষয়ে তোমাকে আমি উপদেশ দিতে পারি। কেবল এই মাত্র বলি, ওঁর ওখানে গিয়ে, অত্যন্ত বেশি রাগ কিম্বা অভিমান করা তোমার কর্তব্য নয় । কর যদি মান তবে না থাকিবে রতি, বিনা মানে কোথাই বা কামের বসতি ? মান করে থাকে, মান কর উত্তেজনা, পরে ক্ষান্ত হয়ে কর কস্তিরে সাত্বনা ॥ সে স্বাক্ । কে আছ গো ! চারুদত্ত মহাশয়কে বল :– যে সময়ে বিকসিত কদম্ব-কুহুম নীপ করে গন্ধদান