পাতা:মৃচ্ছকটিক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । >>4 বিদু।–(দাসীর কানে কানে) তাই কি ? দাসী –(বিদুষকের কানে কানে) ই তাই বটে। চারু —কি কথা হচ্চে ? আমরা কি শুনতে পাই নে ? বিদু।–চারুদন্তের কানে কানে) এই কথা । চারু-বাছা ! সত্যই কি সেই অলঙ্কারগুলি ? দাসী –অজ্ঞে হা । চারু —বাছা ! সুসংবাদ দিয়ে আমার কাছে কেউ নিষ্ফল হয় না ! পারিতোষিক-স্বরূপ এই আংটটি দিলেম—ন্যও । (হাতে অঙ্গুরী নাই দেখিয়া লজ্জা) বসং -(স্বগত) তোমারি হাতে অঙ্গুরী থাকা শোভা পায় । চারু —(জনাস্তিকে) ও কি কষ্ট ! যে জনগো ধনহীন, আদেী জীবনে তার নাহি প্রয়োজন । প্রতিদান শক্তি নাই—কোপ অনুগ্রহ তার বৃথা প্রদর্শন ॥ অপিচ ৪— পক্ষহীন পক্ষী, আর শুষ্ক তরু, জলহীন সর, দন্তু উৎপাটিত সৰ্প, সেইরূপ ধনহীন নর ॥ অপিচ ;– শূন্ত গৃহ, শীর্ণ তরু, জলহীন কূপ, দরিদ্র পুরুষ, এরা সবই সমরূপ। পরিচিত জনেরাও দরিদ্রকে হয় বিশ্বরণ,