পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે.૨૦ মৃচ্ছকটিক । দেখতে পাইনি, আজ তা হলে তাকে ভাল করে দেখব । ওলো ! আমি কি অস্তঃপুরে প্রবেশ করেছি ? দাসী —শুধু অন্তঃপুরে নয়,সকলের অন্তরের মধ্যে প্রবেশ করেছেন। বসং —আমি আসাতে চারুদন্তের পরিজনদের কি কষ্ট হয়েছে ? দাসী।—তাদের কষ্ট পরে হবে বটে । বসং —কখন ? দাসী ।—যখন ঠাকরণ চলে যাবেন। বসং —তখন তো প্রথমে আমারই কষ্ট হবে। দ্যাখ, এই রত্নমালাটা নিয়ে আমার ভগিনী ধূতাদেবীর হাতে দিয়ে আয়—তাকে এই কথা বল যে “আমি চারুদন্ত-মহাশয়ের গুণে বশীভূত হয়ে তার দাসী হয়েচি—সুতরাং আপনার ও দাসী—অতএব এই রত্নমালাটি আপনারই কণ্ঠাবরণ হোক।” দাসী —ঠাকরণ, চারুদন্তু তাহলে আপনার উপর রাগ করবেন। বসং —না, রাগ করবেন না, তুই যা ! দাসী –( রত্নমালা লইয়া ) যে আজ্ঞে, যাচ্চি । ( প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ ) দাসী –ঠাকরণ ! ধৃতদেবী বলেন, “আমার স্বামী তোমাকে এটি দান করেছেন, আমার নেওয়া উচিত নয় । তুমি এ বেশ জেনে, আমার স্বামীই আমার নিজস্ব অলঙ্কার ।" ( একটি বালককে লইয়া রদনিকার প্রবেশ )। রদ –আয় বাছা! আমরা এই মাটির গাড়িটি নিয়ে খেলা করি । বালক।–(সকরুণভাবে ) রদনিক, এই মাটির গাড়িতে আমার কি হবে ?—আমার সেই সোনার গাড়িটা নিয়ে এসে ।