পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ মৃচ্ছকটিক । রদ –বাছা! ঠাকরণ তোর মা হন । বালক —রদনিক ! তুমি মিথ্যা কথা বলচ-ইনি যদি আমাদের মা হবেন তাহলে গায়ে গহনা কেন ? বসং -জাদু ! তোমার সরল শিশু মুখের এইরূপ কথা শুনলে বড়ই কষ্ট হয়। বাছা! এখন আমি যে তোর মা হয়েছি। ত, এই অলঙ্কারটি নে—এতে সোনার গাড়ি তৈরি হবে । বালক —যাও—আমি নেব না—তুমি যে র্কাচ। বসং —(অশ্রু মার্জন করিয়া) না জাদু—আমি আর র্কাদব না—তুই এটি নিয়ে খালা করগে। (মৃৎ-শকটের মধ্যে অলঙ্কারগুলি পূরিয়া ) জাদু ! এই দিয়ে সোনার গাড়ি করিয়ে নিস্ । (বালককে লইয়া রদনিকার প্রস্থান ) বয়েলের গাড়িতে চড়িয়া দাসের প্রবেশ । দাস —রদনিকে ! রদনিকে ! বসস্তুসেনা-ঠাকরণকে জানিয়ে এসো, খিড়কির দরজা খোলা আছে, গাড়িও তৈরি হয়েছে। রদনিকার প্রবেশ । রদ –ঠাকরণ ! বৰ্দ্ধমানক বলচে খিড়কির দরজায় গাড়ি দাড়িয়ে আছে । বসং —ওলো! একটু অপেক্ষা করুক, আমি ততক্ষণ সেজে-গুজে निट्रे । রদ –( প্রস্থান করিয়া ) বৰ্দ্ধমানক ! একটু অপেক্ষা কর—ঠাকরণ সাজ-গোজ করচেন । দাস —হি হি হি! ওগো আমিও যে গাড়ির বিছানা আনতে ভুলে