পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծՀ8 মৃচ্ছকটিক । গৃহের ভিতরে । দাসী । —ঠাকরণ । চাকার শব্দ শোনা যাচ্চে, গাড়ি বোধ হয় এসেছে | বসং —ওলো চল যাবার জন্য আমার মন ব্যস্ত হয়েছে—এখন খিড়কির দরজায় আমাকে নিয়ে চল। দাসী –এই দিকে ঠাকরণ এই দিকে ! বসং —(পরিক্রমণ করিয়া ) তুষ্ট ও এখন বিশ্রাম কর। দাসী –যে আজ্ঞে ঠাকরণ । (প্রস্থান) গৃহের বাহিরে। বসং —(দক্ষিণ চক্ষুর স্পন্দন ও গাড়িতে আরোহণ) বোধ হয় চারুদত্তের দর্শনেই এই অশুভ দূর হবে। (দাস স্থাবরকের প্রবেশ ) স্থ –শকট-গুল সরিয়ে দিয়েছি । এখন তবে যাওয়া যাক । গাড়িটা বড় ভারি | অথবা চাকা ঠেলে শ্রীন্ত হয়েছি তাই ভারি বলে মনে হচ্চে । যাই হোক, এখন যাওয়া যাক। চল গরুরা চল! নেপথ্যে —দ্যাখ, তোর প্রহরীর সব আপনার আপনার থানীয় সতর্ক হয়ে থাকৃ—আজ সেই গোয়ালার ছেলে কারাগার ভেঙ্গে কারাগারের প্রধানকে বধ করে শিকলি ছিড়ে পালিয়েছে। তাকে গিয়ে cङांब्रl शब् । ( এক পায়ে শৃঙ্খল-বদ্ধ অবগুষ্ঠিত আৰ্য্যক ভয়ব্যাকুলভাবে সত্বর প্রবেশ করিয়া পরিক্রমণ ) স্থা –(স্বগত) সমস্ত নগরের লোক ভয়ে আকুল হয়েছে—এইবার শীঘ্ৰ স্থাকিয়ে যাই । (প্রস্থান)