পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अक्ष । ১২৫ আৰ্য্যক —এড়াইয়া ভূপতির ঘোর কারাগার বিপদ-আপদ হতে হইনু উদ্ধার। শৃঙ্খলে আবদ্ধ মোর একটি চরণ, ছিন্ন-পাশ গজ সম করি গো ভ্রমণ ॥ রাজা পালক সিদ্ধ পুরুষের আদেশ শুনে ভীত হয়ে গোয়াল-পাড়া থেকে আমাকে ধরে’ এনে একটা ঘোর কারাগারে বেঁধে রেখেছিলেন— আমার প্রিয় সুহৃৎ শবিলক আমাকে সেই বন্ধন থেকে মুক্ত করেছেন । (অশ্রু মোচন) ভাগ্যে যদি থাকে তবে মোর কিবা দোষ ? ভূপতি আমার প্রতি বৃথা করে রোষ । মোরে কারাগারে বদ্ধ করি" অকারণ বঁধিল নিগড়ে যেন অরণ্য-বারণ ! দৈবের ঘটনা কেব। লজিঘবারে পারে —তাহার উপরে শক্তি ধরে কে সংসারে ? নৃপেরে নিকটে যাওয়া আমার উচিত, কে করে বিরোধ বলবানের সহিত ? হতভাগ্য আমি এখন কোথা যাই ? (দেখিয়) কোনও ভদ্র লোকের বাড়ীর খিড়কির দরজাটা খোলা রয়েছে দেখচি । ভগ্ন দেখি এই গৃহ–নাহিক অগল, বৃহৎ কপাট কিন্তু জর্ণ সন্ধিস্থল। গৃহপতি হতভাগ্য আমার মতন, আমারি সমান কষ্ট পায় অনুক্ষণ ॥ আচ্ছ। আমি তবে এই গৃহের ভিতরে গিয়ে একটু দাড়াই । নেপথ্যে।–চল রে গরু চল ।