পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nరిe মৃচ্ছকটিক । রাজাজ্ঞা-পালনকালে না জানি গো আপন পিতায় । , আর্য্যক –(স্বগত) এই বীরক আমার পূৰ্ব্ব-শক্র, আর এই চন্দনক আমার পূর্ব-মিত্র। কেন না – নিযুক্ত এক-ই কার্য্যে - তবু নহে ইহাদের এক রীতি-নীতি। একৃই তো গো হুতাশন শ্মশানে বিবাহে তবু বিভিন্ন-প্রকৃতি। চন্দ –তুই খুব হুসিয়ার সেনাপতি, রাজার বিশ্বাসী। আমি বলা দুটোকে ধরচি, তুই দ্যাখ, গাড়ির ভিতরে কে আছে। বীরক —তুইও তো রাজার বিশ্বাসী সেনাপতি, তুই দ্যাখ, না । চন্দ –আচ্ছ, আমি দেখলেই তোর দ্যাখা হবে। বীরক —তোর দেখা হলেই রাজা পালকেরও দেখা হবে । চন্দ – ওরে ! গাড়ি থামা । (দীসের তথাকরণ) আর্য্যক –(স্বগত) রক্ষিরা কি আমাকে দেখতে পেয়েছে ? হত ভাগ্য আমি আবার এখন নিরস্ত্র । ভীমের দৃষ্টlcও হোক বহু মোর অস্ত্র, বন্ধনের চেয়ে যুদ্ধে মরণই প্রশস্ত ॥ কিন্তু এখন সাহস প্রকাশের অবসর কোথায় ? চন্দ --(গাড়ীতে চড়িয়া অবলোকন) আর্য্যক —আমি শরণাপন্ন হলেম, আমাকে রক্ষা কর। চন্দ ।--শরণাগতকে অভয় দিলেম । জয়-লক্ষ্মী, আর যত মিত্র-বন্ধু ত্যজে সে অধমে,