পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অঙ্ক | ১৩৭ ভগ্ন-অক্ষ বদলাতে করে কি প্রয়াস ? কিম্বা ছিন্ন হইয়াছে বলদের রাশ ? কাষ্ঠখণ্ড ফেলি কেহ রোধে কি গো পথ ? —তাই অন্ত পথ দিয়া আনে বুঝি রথ ? চালায় কি গরুদের গতি করি' শ্লথ ? কিম্ব আসে ধীরে ধীরে নিজ ইচ্ছামত ? গুপ্ত আরোহী আৰ্য্যককে লইয়া দাস বৰ্দ্ধমানকের প্রবেশ। দাস —চলরে গরু চল! আর্য্যক —(স্বগত ) পাছে দ্যাখে নৃপজন ভয়ে ভয়ে যাই, শৃঙ্খলে আবদ্ধ পদ কেমনে পলাই ? অজ্ঞাত হইয়া আমি সাধু যানে স্থিত, পরভৃত হয় যথা বায়সে রক্ষিত ॥ ৪ঃ ! নগর ছাড়িয়ে অনেক দূরে এসে পড়েছি—এখন কি তবে গাড়ি থেকে নেবে এই বাগানের মধ্যে লুকিয়ে থাকব—কিম্ব যার গাড়ি তার সঙ্গে দেখা করব ?—না-বাগানের মধ্যে লুকিয়ে থেকে কি হবে ? শোনা যায়, মহাত্মা চারুদত্ত নাকি বিপন্ন-বৎসল—আচ্ছা তাকে তবে একবার দেখে যাই । বিপদ-সাগর হতে হইয়াছি পার; সাধু দেখি চিত্ত্বে হবে সন্তোষ অপার।