পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 e মৃচ্ছকটিক । আর্য্যক —অনুমতি হয় তো এখন যাই । চারু —যান । আর্য্যক ।--আচ্ছা আমি তবে নাবি ৷ চারু –না, নব বেন না । এই মাত্র আপনার পা থেকে শৃঙ্খল খোলা হল, এখনও বোধ হয় আপনার চলতে বাধো-বাধো ঠেকবে। বিশেষতঃ এই প্রদেশে নানা প্রকার লোক সৰ্ব্বদাই যাতায়াত করে, তারা আপনার চলার রকম দেখে সন্দেহ করতে পারে—গাড়িতে গেলে আর সে সন্দেহ হবে না। অতএব আপনি গাড়ি করেই যান। আর্য্যক —আপনি যা বলেন তা ঠিকৃ। চারু —যাও গো কুশলে বন্ধু-বান্ধবের মাঝে । আর্য্যক —তোমা হেন বন্ধু মোর কেবা আর আছে ? চারু —অবসর মতে মোরে করিও স্মরণ । আর্য্যক —আপন আত্মারে কেউ ভোলে কি কখন ? চারু —পথ-মাঝে দেবতারা রক্ষুন তোমায় । আর্য্য –পাইলাম রক্ষা আজি তোমারি কৃপায় । চারু —রক্ষা করিয়াছে তব সৌভাগ্যের সেতু । আর্য্য –না না না না—তথাপি তুমিহ তার হেতু ॥ চারু —রাজা পালক আপনাকে যখন ধৃত করবার চেষ্টা কর্চেন তখন রক্ষা পাওয়া দুষ্কর—আপনি শীঘ্র এখান থেকে পলায়ন করুন। আর্য্যক —আচ্ছা তবে আমি এখন আসি ( প্রস্থান ) চারু – রাজার অপ্রিয় কাজ করি' অনুষ্ঠান অনুচিত ক্ষণমাত্র হেথা অবস্থান । শৃঙ্খলটা দাও ফেলি’ পুরাতন কুপে, sরাজ-চক্ষু চারি দিকে থাকে চর-রূপে ॥