পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক। ১৪৩ অমনি তাকে ধরে গরুর মত নাক বিধিয়ে চালান কর্চে । আমি নিরাশ্রয় এখন কোথায় আশ্রয় নি ?—না, বুদ্ধই আমার এক মাত্র আশ্রয়। বিটের সহিত খড়গ হস্তে শকারের প্রবেশ । শকার।--দাড়া দুষ্ট ব্যাটা ভিক্ষুক দাড় । শুড়ির দোকানের রাঙ্গ মুলোর মত তোর ঐ মাথাটা ভেঙ্গে দি রোস্ । (প্রহার) বিট।—কি সৰ্ব্বনাশ, কর কি ? গেরুয়া-ধারী বৈরাগী ভিক্ষুককে মারা উচিত হয় না—ওকে ছেড়ে দেও ! এই মুখোপভোগ্য উদ্যানটির দিকে একবার চেয়ে দেখ দিকি । গৃহ-হীন জনে স্থান করিয়া প্রদান, নিরানন্দে আনন্দ গো করিয়া বিধান, এই সব তরু করে পুণ্য-অনুষ্ঠান। দুরাত্মা-হৃদয় কিম্বা নব-রাজ্যসম বিশৃঙ্খল এ উদ্যান তবু মনোরম ৷ ভিক্ষু —এসে উপাসক এসো, রুষ্ট হয়ে না । শকার –পণ্ডিত ! দেখ, আমাকে গালাগালি দিচ্চে । বিট ।—কি বলচে ? শকার –আমাকে উপাসক বলচে—আমি কি নাপিত ? বিট —আপনাকে বুদ্ধের উপাসক বলচে—এতো প্রশংসারই কথা । শকার –শোন শ্রমণক শোন! ভিক্ষু –ধন্ত তুমি, পুণ্যবান তুমি! শকার –পণ্ডিত ! দেখ ও আমাকে ধষ্ঠ পুণ্য বলচে–আমি কি শ্রাবক—না কোষ্টক—না কুম্ভকার ? বিট —নানা তা নয়—তোমাকে ধন্ত পুণ্য বলে প্রশংসাই করচে।