পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । S86: ভিক্ষু –বুদ্ধায় নমঃ । বিট —ও বেচারাকে মেরে কি হবে ? ছেড়ে দেও–চলে যাক । শকার –আচ্ছ। আমি পরামর্শ করে দেখি–ততক্ষণ তুই ওখানে দাড়া । বিট —কার সঙ্গে পরামর্শ ? শকার –নিজের হৃদয়ের সঙ্গে । বিট —কি আশ্চৰ্য্য ! ও পদার্থটা কি এখনও আছে ? শকার –বাপু হৃদয়! যাদু ! বাছা ! বল দিকি এই ভিক্ষুকট যাবে কি থাকবে ?—“নাক দিয়ে নিঃশ্বাসও পড়বে না—থাকৃবেও না ।” পণ্ডিত ! হৃদয়ের সঙ্গে পরামর্শ করেছি—আমার হৃদয় আমাকে এই কথা বলচে। বিট –কি বলচে ? শকার –বল চ–“যাবেও না থাকবে ও না, নিঃশ্বাস টানবেও না ছাড়বেও না, এইখানেই ঝট করে পড়ে’ মরবে” । ভিক্ষু –বুদ্ধায় নমঃ—আমি শরণাগত হচ্চি, আমাকে রক্ষা কর । বিট —ওগো ! ওকে যেতে দেও ! শকার –একটা কাজ যদি করতে পারে তো ছেড়ে দি । বিট –কিরূপ কাজ ? শকার –এমন করে পুকুরের পাক তুলে ফেলুক যাতে পাকও তোলা হবে অথচ জল ঘোলা হবে না । কিম্বা জল আগে কোথাও পৃথক্ করে রেখে, তার পর পাক উঠিয়ে ফেলুক্‌ ৷ বিট —ও: ! কি মুখতা ! - শিলাখণ্ড, মাংস-পিও, নরদেহরূপে যেন রাশীকুত করা У о