পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8心 মৃচ্ছকটিক । —বিপরীত মনো-গতি, এই সব গণ্ডমুখে ভারাক্রান্ত ধরা ॥ ভিক্ষু —(অভিশাপ ) শকার –কি বলচে ? বিট ।—তোমার প্রশংসা করচে । শকার –শোনো শোনো আবার কি বলচে শোনো । ( বিড়বিড় করিয়া অভিশাপ দিতে দিতে ভিক্ষুর প্রস্তান ) ৰিট।—ওগো শকার, উদ্যানের শোভাটা একবার দেখ । ফল-পুষ্পে সুশোভিত এই তরুগণ, নিম্পন্দ লতার করে সবলে বেষ্টন, নৃপতি-আদেশে রক্ষীগণের পালিত, সন্ত্রীক নরের মত সুখে অবস্থিত। শকার –পণ্ডিত ঠিক বলেছ । নানা পুষ্পে শোভে ভূমি, পুষ্পভারে নম্র তরুগণ । তরুর শিখর হতে লম্বমান লতা মনোরম ; বিরাজে বানর কিবা পনসের ফলের মতন ॥ বিট —ওগো শকার, এই শিলাতলে বোসে । শকার –আচ্ছা বসূচি। (বিটের সহিত উপবেশন) পণ্ডিত ! সেই বসন্তসেন এখনও আমার মনে জাগচে। দুর্জনের বচনের মত কিছুতেই হৃদয় থেকে যাচ্চে না ।