পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মৃচ্ছকটিক । করে রেখেছেন কিন} । এই তো আমাদের গুহ । এখন ভিতরে যাওয়া যাক্ । ( প্রবেশ ) এখন দেখচি এখানে অন্ত প্রকারের আয়োজন হচ্চে। পথে চাল-ধোয় জলের দীর্ঘ স্রোত বয়ে যাচ্চে—যুবতীর কপালে তিলক কাটলে যেমন তাদের শোভা বুদ্ধি হয়, সেইরূপ লোহার কড়ার ঘসাঘসিতে মাটিতে কাল দাগ পড়ে তেমনি শোভা হয়েছে। পাকের স্নিগ্ধ গন্ধে ক্ষুধার আরো উদ্রেক হয়ে ক্ষুধার জাল দ্বিগুণ বেড়ে গেছে। তবে কি পূৰ্ব্বপুরুষদের সঞ্চিত কোন গুপ্ত ধন পেয়ে এই উৎসব-আনন্দের আয়োজন হচ্চে ? অথবা আমি ক্ষুধিত বলেই সমস্ত সংসারই আজ অন্নময় দেখচি । কৈ, ঘরে তো প্রাতরাশ কিছুই দেখছিনে। ক্ষুধার জালায় আমার প্রাণ যে বেরিয়ে গেল । এখানে তো সকলই অন্ত রকমের উদ্যোগ দেখচি । কেউ বা রং পিমচে, কেউ বা মালা গাথচে । ব্যাপারটা কি ? আচ্ছা, গুহিণীকে ডেকে আসল কথাটাই জানা যাক । গিন্নি । একবার এই দিকে এসে তে | নটীর প্রবেশ । নটী –ওগো কি বলচ ?—এই আমি এসেছি । স্ত্র -এসেছ ?—লেশ বেশ, এসে এসে । নটী । —কি করতে হবে বল । - স্ত্র , অনেকক্ষণ সঙ্গীতচর্চা করে আমার শরীর একেবারে শুকিয়ে গেছে, তা ঘরে পাবার দাবার কিছু আছে কি ? নটী –সবই আছে । মুত্র ---কি কি অেেছ ? নটী ! —এই গুড়ের পায়েস আছে, দধি আছে, ঘৃত আছে, তণ্ডল আছে-তোমার খাবার মত সরস উপাদেয় সব জিনিদৃষ্ট আছে। তবে এখন .Wবতাদের ইচ্ছে ।