পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । Ꮌ© Ꮌ শকার –(উঠিয়া দেখিয়া ভীত হইয়া পুনৰ্ব্বার নামিয়া বিটের কণ্ঠ অবলম্বন করিয়া ) পণ্ডিত ! পণ্ডিত ! এইবার আমরা মারা গেছি! যে লোকটা বসে আছে সে হয় চোর, নয় রাক্ষসী । যদি রাক্ষসী হয়, তো আমাদের সর্বস্ব চুরি করে নিয়ে যাবে—আর যদি চোর হয়, তা হলে নিশ্চয়ই আমাদের খেয়ে ফেলবে। বিট —ভয় নেই, এই বলদের গাড়িতে রাক্ষস কোথা থেকে আসবে ? বোধ হয় মধ্যাহ্ন-স্বর্য্যের তাপে তোমার দৃষ্টির ব্যতিক্রম হয়ে থাকবে, তাই কষ্ণুক-পরা স্থাবরকের ছায়া দেখে ভ্রাত্তি জন্মেছে । শকার –বাছ স্থাবরক দাস! বেঁচে আছিল তো ? দাস ।--আন্দ্রে হা । শকার –পণ্ডিত ! গাড়িতে একজন স্ত্রীলোক বসে আছে দেখ। পরের কামিনী আছে, শুনিয়া এ কথা —বরষণ-হত-দৃষ্টি বলিবর্দ্ধ যথা— পথ দিয়া যাই দ্রুত নত করি মাথা । সজ্জন-সমাজে আমি গৌরব-আকাঙ্ক্ষী, কুলবধু দরশনে কাতর এ আঁখি। বসং –(সবিস্ময়ে স্বগত) কি সৰ্ব্বনাশ! যে আমার দু-চক্ষের বালি সেই রাজ-হালকট যে এখানে ! এইবার দেখ চি আমার প্রাণ-সংশয় । হায় আমি কি হতভাগিনী ! লোণ জমিতে বীজ ছড়াবার মত আমার আশাট নিতান্তই নিষ্ফল হল । তাঁ, এখন কি করি ? শকার।—এই বুড়ে দাসটা ভয়ে কাতর হয়েছে তাই গাড়ির ভিতরটা দেখাচে না। পণ্ডিত ! তুমি গিয়ে দেখ তো । বিট —তায় দোষ কি ? আচ্ছা আমিই দেখচি। শকার।—একি ! শেয়ালরা যে উড়চে, কাকরা যে চলে বেড়াচ্চে।