পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(t: মৃচ্ছকটিক । ওরা চোখ দিয়ে পণ্ডিতকে খেতে না খেতে, ও দীত দিয়ে দেখতে না দেখতেই আমি পিট্টন দেব। - বিট –(বসন্তসেনাকে দেখিয়া সবিষাদে স্বগত) একি ! মৃগী বাঘের অনুসরণ করূচে ? হায়! হায়! শরচ্চন্দ্র-সম কাস্তি—বালুচরে বসে —সেই হংসে ছাড়ি’ হংসী ভেটে গে| বায়সে ! (জনাস্তিকে) বসন্তসেন, এ কাজ তোমার উচিত নয়,তোমার উপযুক্ত ও নয়। সদৰ্পে অবজ্ঞা করি পূৰ্ব্বে কোন জনে অর্থ-লোভে মাতৃবশে এসেছ এক্ষণে ? বসন্ত ।—না । (শিরশ্চালন) বিট —নীচাশয় বেশু অতি—তাই ভাবি মনে ॥ মনে আছে বলেছিলেম তোমারে গো আগে —প্রিয় ও অপ্রিয় তুমি ভজো সমভাবে। বসং –ভুলক্রমে গাড়ির উণ্টোপাণ্টা হওয়ায় এখানে এসে পড়েছি —তোমার শরণাগত হলেম, আমাকে রক্ষা কর । বিট —ভয় নেই, ভয় নেই। আচ্ছা, রোসে আমি ওকে ভোগ দিচ্চি । ( শকারের নিকট গিয়া ) ওগো শকার, গাড়িতে সত্যই একটা রাক্ষসী বসে আছে। শকার –পণ্ডিত ! পণ্ডিত ! যদি সত্যই রাক্ষসী হয় তবে তোমার সৰ্ব্বস্ব চুরি করলে না কেন ?—আর যদি চোর হয় তবে তোমাকে খেয়ে ফেল্পে না কেন ? বিট —দূর হোক, ও সব জেনে কি হবে ?—এখন যদি আমার কথা শোনো—চল আমরা এই সারি-সারি বাগানগুলির মধ্যে দিয়ে উজ্জয়িনী নগরে ফিরে যাই । তাতে তোমার আপত্তি কি ?