পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | (? স্বত্র –কি ? আমাদের ঘরে যা বলচ সবই আছে ?—ন তুমি পরিহাস কর্চ ? নটী –(স্বগত) পরিহাসষ্ট বটে । ( প্রকাণ্ডে ) সবই আছে— কিন্তু দোকানে । স্বত্র – সক্রোধে ) দূর অনার্যো! এইরূপ যেন তোরও আশা ভঙ্গ হয়-অন্নাভাব উপস্তিত হয় —ষ্টট পাটখেলের মত উপরে ছুড়ে শেষে আমাকে দশহাত নীচে ফেলে দিলি ?–অ’ ? নটী ।---আমাকে মাপ কর—মাপ কর—আমি পরিহাস করচিলেম । স্বত্র -এ সব নুতন আয়োজন তবে কিসের? একজন রং পিষচে, আর একজন ফুলের মালা গাথচে—এই সব পাঁচ-রঙা ফুলে ঘরেব মেজে সাজানো । নটী । —আজ উপবাস নিয়েচি । স্বত্র । -কিসের উপবাস ? নটী । —“সুন্দর পতিলাভ”-ব্রতের উপবাস । স্বত্র –কি রকম পতি গিন্নি ?—ইহলৌকিক না পারলৌকিক ? নটী --গে, পারলৌকিক । স্বত্র – সরোষে) দেখুন মহাশয়রা সব ! ঘরের ভাত বাৰ করে পারলৌকিক ভৰ্ত্তার অন্বেষণ হচ্চে ! স্বত্র ।--এ উপবাস করতে কে উপদেশ দিলে ? নটা -—তোমার প্রিয় সখা চূৰ্ণবৃদ্ধ । স্বত্র –আরে বেট চূর্ণবৃদ্ধ : রাজা কুপিত হয়ে নব বধুর সুগন্ধ চুলের মত তোকে কবে কুচি কুচি করে কেটে ফেলবে তাই আমি একবার দেখতে চাষ্ট ।