পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qb" মৃচ্ছকটিক । দাস —আজ্ঞে, আমাকে মারুন আর মেরেই ফেলুন, অকার্য আমি করব না । ভাগাদোষে ক্রীতদাস হয়েছি গো, মোরে শত ধিক ! অকার্য্য করিয়া পাপ কিনিব না তাহার অধিক ॥ বসং।—পণ্ডিত মশায়! আমাকে রক্ষা করুন ! বিট।—ওগো ! মাপ কর, মাপ কর । ঠিক বলেছ স্থাবরক, ঠিক বলেছ । দীন-হীন ভূত্য এও, চাহে পরলোক-ফল, কিন্তু নাহি চাহে তার প্রভু। অযোগ্যে বাড়ায় যারা, যোগ্যে ত্যজে, তাহদের নাশ কেন নাহি হয় তবু ? অপিচ – দৈব শুধু রন্ধান্বেষী, অতি অবিচারী ; এরি বা দাসত্ব কেন প্রভুত্ব তোমারি ? তব লক্ষ্মী কেন না ও করে উপভোগ ? তব প্রতি কেন আজ্ঞা না করে প্রয়োগ ? শকার –(স্বগত) ওই বুড়ো শেয়ালটার অধৰ্ম্মের ভয়, আর এই ক্রীত দাসটার পরলোকের ভয় । আমি রাজার শালা—কত বড় লোক —আমার কাকে ভয় ? ওরে ব্যাটা গৰ্ভদাস! তুই যা, ঐ পর্দার মধ্যে তুই গিয়ে চুপ করে বোসে থাকৃগে । দাস —যে আজ্ঞে প্ৰভু ! (বসন্তসেনার নিকটে গিয়া) আমার যা সাধ্য আমি করেছি । (প্রস্থান) শকার --(কোমর বাধিয়া) দাড়া বসস্তসেনা দাড়া—তোকে বধ করব । - বিট —আমার সম্মুখে বধ করবে ? (গলা টিপিয়া ধরিয়া)