পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ মৃচ্ছকটিক । আমিও তেমতি আজি, এখনি করিব বধ উহারে অচিরে। (মারিতে উদ্যত) বসং —মগো ! তুমি কোথায় ?—হা চারুদত্ত! প্রাণের আশা পূর্ণ না হতে হতেই প্রাণত্যাগ করতে হল—খুব চেচিয়ে কাদি—ন না— বসন্তসেনা চেঁচয়ে কঁাবে ?—কি লজ্জার কথা । চারুদত্ত ! তোমাকে প্ৰণাম করে জন্মের মত বিদায় হই । শকার –এখনও গৰ্ভদাসী সেই পাপিষ্ঠের নাম করচে ? ( গল টিপিয়া ) তার নাম কর, গর্ভদাসি তার নাম কর। বসং ।—মহাত্মা চারুদককে প্রণাম । শকার।--মর গর্ভদাসী মন্ত্র। (গল টিপিয়া) বসং —(মুচ্চতা ও নিশ্চেষ্ট হইয়া পতন) শকার –(সহৰ্ষে)— সৰ্ব্বদোষ-একাধার অবিনয়-বাস ভূমি, খল, ক্রর মন, এসেছিল হেথা আজি বিলাসীর প্রেম-বশে করিতে রমণ । এ মোর বহুর বীর্য্য কি হইবে অতিমাত্র করি প্রকটিত, ভারতেতে সীতা যথা শুধু ও নিঃশ্বাস-মাত্রে হইয়াছে মৃত। আমি চাহি গণিকারে —নাহি চাহে আমায় সে ; সেই সে কারণে তারে বধিয়াছি ঘোর রোষে