পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ዓ8 মৃচ্ছকটিক । সেই জন্ত বিচারকেরা :– শাস্ত্রে সুপণ্ডিত, বক্তা, নিপুণ মিথ্যার আবিষ্কারে । ক্রোধশুন্ত, সমদৃষ্ট শক্ৰমিত্র উভয়-বিচারে ॥ আচরণ বিচারিয়া উত্তর প্রদান অক্ষমে রক্ষণ, শঠে দণ্ডের বিধান, ধৰ্ম্ম-পরায়ণ সদা—লোভের অতীত, পর.তত্ত্ব অন্বেষণে চিন্ত সমাহিত —এষ্টরূপে বিচারক করেন বিচার কুপিত নৃপের কোপ করিয়া সংহার। শ্রেষ্ঠ ও কায়স্থ –এতেও যদি কেহ আপনার গুণ-রাশিতে দোষারোপ করে, সে অনায়াসেই বলতে পারে চন্দ্রালোকে অন্ধকার ठाॉछ ] বিচা।—বাপু শোধনক ! বিচার-মণ্ডপের পথ দেখিয়ে নিয়ে চল । শোধ —এই দিক দিয়ে বিচারক-মহাশয় এই দিক দিয়ে । (পরিক্রমণ) এই বিচার-মণ্ডপ, প্রবেশ করুন। (সকলের প্রবেশ) বিচা –বাপু শোধনক বাহিরে গিয়ে জেনে,এসে কে কে কার্যার্থী উপস্থিত। শোপ ।--যে আজ্ঞে । ( প্রস্থান করিয়া বিচারক-মহাশয় জিজ্ঞাসা করচেন এখানে কাৰ্য্যার্থী কে কে উপস্থিত আছেন। শকার –(সহর্ষ) এষ্ট যে বিচারকের উপস্থিত –(সগৰ্ব্বে পরিক্রমণ করিয়া) আমি বড় লোক, বড় মানুষ, রাজার শালা, রাষ্ট্রয় শ্যালক— আমি একজন কাৰ্য্যার্থী। -