পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2ԳՆ- शुष्कट्रैिक । অলঙ্কার নেই, আর গলাটাও ফুলে উঠেছে –এর থেকে অনুমান কর্লেম । শ্ৰেষ্ঠী কায়স্থ –এ কথাটা সঙ্গত । শকার –(স্বগত) যাক, এ যাত্রা কপাল-গুণে বেঁচে গেলেম । শ্ৰেষ্ঠ কায়স্থ –দেখুন বিচারপতি-মহাশয় । কাকে অবলম্বন করে’ এই মোকদ্দমার নিম্পত্তি হবে ? বিচা।—নিম্পত্তির দুইরূপ পদ্ধতি আছে। শ্ৰেষ্ঠ কায়স্থ –সে দুটি কি মশায় ? বিচা —এক, বাক্য-অনুসারী—আর এক, অর্থ-অনুসারী। যা বাক্য-অনুসারী, তা অর্থি-প্রতার্থীদের বাক্যের দ্বারাই নিষ্পত্তি হয়—আর যা অর্থ-অনুসারী তা বিচারপতির বুদ্ধির দ্বারা নিষ্পত্তি হয় । শ্ৰেষ্ঠী কায়স্থ –তাহলে, বসস্তসেনার মাতাকে অবলম্বন করে’ এর নিম্পতি হবে । বিচা —তাই বটে। বাপু শোধনক ! কিছুমাত্র উদ্বিগ্ন না করে বসন্তসেনার মাতাকে এখানে নিয়ে এসে । শোধ ।—যে অজ্ঞে । ( প্রস্তান করিয়৷ গণিকার মাতার সহিত প্রবেশ ) এই দিক দিয়ে আমুন ঠাকরণ এই দিক দিয়ে! বুদ্ধ –আমার কন্ত! তো তার মিত্ৰ-গৃহে গেছে । এখন এষ্ট ভদ্রলোকের বাছাটি আমাকে বলচে—“আমুন, বিচারপতি ডাক্‌চেন” –কিন্তু এ কথা শুনে আমার যেন মূৰ্চ্চা যাবার উপক্রম হয়েছে—বুক্‌টা থরথর করে কঁপিচে । আচ্ছা মহাশয় । আমাকে বিচার-মণ্ডপের পথ দেখিয়ে নিয়ে চলুন। শোধ –এই দিক্ দিয়ে ঠাকরণ এই দিক্ দিয়ে। (উভয়ের পরিক্রমণ ) এই বিচার-মণ্ডপ—ঠাকরণ, প্রবেশ করুন। (উভয়ের প্রবেশ)