পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । ծԵՖ চারু।—(পরিক্রমণ ও সম্মুখে অবলোকন করিয়া ) স্বর্যা-অভিমুখে কাক বসি’ শুষ্ক বৃক্ষ-ডালে ঘোর বাম নেত্র তার আমার উপরে ফ্যালে ৷ (পুনৰ্ব্বার অন্যদিকে অবলোকন করিয়া ) একি ! একটা সৰ্প যে ! অঞ্জনাভ দৃষ্টি তার নিক্ষিপ্ত যে আমার উপরে, —দুরিত বিস্তৃত জিহা, শুক্ল-বর্ণ চারি দস্ত ধরে । নিঃশ্বাসে পুরিয়া কুক্ষি আছড়ায় ভূমি রোষ-ভরে ধরাসুপ্ত অহিপতি এবে মোর পথ রোধ করে ॥ ভূমি আদ্র নহে, তবু হইতেছে চরণ স্থলিত, নাচিছে নয়ন মোর, বাম বাহু হতেছে কম্পিত, আবার শকুনি এই মুহ মুহু করিয়া চীৎকার মহাঘোর মৃত্যু-বার্তা মোর কাছে করিছে প্রচার ॥ তা আর ভেবে কি হবে, দেবতারা সৰ্ব্ব প্রকারে মঙ্গল করবেন।