পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bbూసి মৃচ্ছকটিক । শোধ – এই দিক দিয়ে মহাশয় এই দিক দিয়ে । এই বিচার-মণ্ডপ—প্রবেশ করুন । চারু —( প্রবেশ ও চারি দিকে অবলোকন করিয়া ) ও বিচারমগুপের কি ভয়ঙ্কর দৃপ্ত ! বিচার-মণ্ডপ শোভে সমুদ্র যেমন, তাহে মগ্ন চিন্তাসক্ত যত মন্ত্রীগণ । দূত রূপ উৰ্ম্মিদলে আকুল সাগর, প্রাস্তে রহে চরগণ—কুত্তীর-মকর। হিংস্ৰ নাগ অশ্ব রহে বধ্য-জনতরে, বহুভাষী চিত্ত-হারী থলেরা বিচরে । লিপিকর কায়স্থ গো ভূজঙ্গ বিকট, হিংস্র আচরণ-স্রোতে নীতি ভগ্ন-তট ॥ আচ্ছা । (প্রবেশ করিতে গিয়া দ্বার-কাষ্ঠে মাথা ঠুকিয়া যাওয়ায় ) ওঃ ! আবার একটা অশুভ লক্ষণ । ডাকিছে বায়স হোথা, নাচিতেছে মোর নেত্র বাম, ভূজঙ্গমে পথ রুদ্ধ —দেবতার করুণ কল্যাণ ॥ আচ্ছ। তবে প্রবেশ করি (প্রবেশ) বিচা —ইনিষ্ট চারু দত্ত ? উন্নত নাসিক এর সুবিশাল-অপাঙ্গনয়ন । হতে কি পারেন ইনি অহেতুক দোষের ভাজন ?