পাতা:মৃচ্ছকটিক.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । సిసి) চারু —সখা ! আমি গো নৃশংস অতি, পরলোক-জ্ঞান নাহি কোনো । রতি-তুল্য ললনারে –কি করেছি ওর মুখে শোনে ॥ বিদু –কি ?—কি ?—কি করেছ ? চারু — কর্ণে)—এইরূপ । বিদু —এ কথা কে বলে ? চারু —(ইঙ্গিতে শকারকে দেখাইয়া) ন ন, ও বেচারা এর মূল কারণ নয়—দৈবই বিরোধী হয়ে আমার প্রতি এই দোষারোপ করেচেন । বিদু।–( জনাস্তিকে ) এ কথা কেন বলে না, “তিনি গৃহে গেছেন ?” চারু –বলেছিলেম, কিন্তু অবস্থ-দোষে তা গ্রাহ্য হল না । বিদূ –দেখুন মহাশয়রা ! যিনি পুর-গৃহ, মঠ, উদ্যান, দেবালয়, পুষ্করিণী, কূপ, যজ্ঞস্তম্ভ দ্বারা উজ্জয়িনী-নগরীকে অলঙ্কৃত করেছেন, তিনি দরিদ্র হয়ে অর্থের লোভে কিনা এখন এই অকাৰ্য্য করবেন ? ওরে কুলটা-পুত্র রাজ-খালক, সংস্থানক ! উচ্ছঙ্খল দোষ-ভাও—সুবর্ণমণ্ডিত মৰ্কট । বল বল—আমার সামনে একবার বল যে সখী-আণর ফুল তোলার জন্ত মাধবী লতাটিকেও ধরে টানেন না, পাছে তার পাতা চি ড়ে যায়, তিনি কেমন করে', উভয়-লোক-বিরুদ্ধ এই অকার্য্য করবেন ? রোস্ কুটনী-পুত্র রোসূ-তোর হৃদয়ের মত বাকী এই লাঠিটা দিয়ে তোর মাথাটা গুড়ো করে ফেলি । শকার – সক্রোধে) মহাশয়রা শুনুন, চারুদন্তের সঙ্গেই আমার বিবাদ, কিম্বা তার নামেই আমার নালিস--এই কাকপদ-মস্তক দুষ্ট বামন