পাতা:মৃচ্ছকটিক.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক | సిని(t আমি গো নৃশংস অতি, পর-লোক-জ্ঞান নাহি কোন | রতি-তুল্য ললনারে কি করেছি গুরি মুখে শোন ॥ শকার –আবার কি করবি-হত্যা করিছিস । তুই নিজ মুখেই বলনা “ই। আমি হত্যা করিছি”। চারু —তুমিই তো তা বলেছ—আর কি প্রয়োজন ? শকার –শুনুন ধৰ্ম্মাবতার! ওই হত্যা করেছে; এখনতো সমস্ত সংশয় দূর হল ? এখন তবে দরিদ্র চারুদন্তের প্রতি শারীরিক দণ্ডের বিধান হোক । বিচ —শোধনক ! রাষ্টিয় যা বলচেন তাই কর। দেখ রাজপুরুষগণ । এই চারুদত্তকে ধৃত কর । রাজ-পুরুষগণ –( তথা করণ ) বৃদ্ধ ।--ক্ষান্ত হোন্‌ ধৰ্ম্মাবতার—দাস্ত হোন্‌! ওর কাছে যে স্বর্ণ-অলঙ্কারগুলি গচ্ছিত রাখা হয়েছিল, তা যখন চোরে চুরি করে নিয়ে ষায়, উনি তার পরিবর্তে চতুঃসাগরের সার একটি বহু মূল্য রত্ন-মালা দেন ;–সেই উনি এখন কি না অর্থের লোভে এই অকার্য্য করবেন ? আচ্ছ সত্যই যদি উনি আমার কন্যাকে হত্যা করে থাকেন, তা নয় করেছেন–কিন্তু আমার এই বাষ্ঠীটি বেঁচে থাকুক। তাছাড়া, বাদী প্রতিবাদী নিয়েই বিচার। এস্থলে আমিই বাদী। আমার কোন নালিশ নেই, অতএব ওঁকে ছেড়ে দিন । শকার —দুর হ গৰ্ভদাস! sর সঙ্গে তোর সম্পর্ক কি ? তুষ্ট যা । বিচা।—ঠাকরণ আপনি যান। রাজপুরুষগণ! ওঁকে বাহিরে নিয়ে যাওঁ । বৃদ্ধ -যাদুরে আমার !—বাছারে আমার –(কঁদিতে কঁাদিতে প্রস্থান )