পাতা:মৃচ্ছকটিক.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । సిa বধিয়াছে বধিতেছে, সহস্র নিরপরাধী অভিযুক্ত জনে ॥ সখা মৈত্রয় ! যাও, আমার নাম করে’ তুমি আমার মাকে অস্তিম কালের প্রণাম দিয়ে এসো—আর দ্যাখে, আমার পুত্র রোহসেনকে তুমিই প্রতিপালন ক’রে । বিদু –মূল ছিন্ন হলে বৃক্ষের পালন আর কি করে হবে বল ? চারু —ও কথা বেলোনা ! লোকান্তরে যে মনুষ্য করে অপস্থতি পুত্রই জানিবে তার দেহ-প্রতিকুতি । আমা সনে তোমার যে স্নেহের বন্ধন রোইসেনে সেই স্নেহ করিও অপর্ণ ॥ বিদু –দেখ সখী ! আমি তোমার প্রিয় বয়স্ত হয়ে তোমার বিরহে কি করে প্রাণ ধারণ করব ? চারু —ভাল, একবার রোহসেনকে এনে আমাকে দেখাও । বিদু —ই, এ কথা সঙ্গত। বিচা –বাপু শোধনক ! এই ব্রাহ্মণকে এখান থেকে বিদায় করে দেও। (শোধনকের তথাকরণ) বিচা –ওরে ! কে আছিস এখানে ? চণ্ডালদের রাজাজ্ঞা জানিয়ে দে। (চারুদত্তকে পরিত্যাগ করিয়া সকল রাজপুরুষদিগের প্রস্থান) শোধ —এই দিক্ দিয়ে আমুন মহাশয় । চারু।–দেখ মৈত্রেয় ("মৈত্রেয় সুহৃদ ওগে৷” ইত্যাদি পাঠ—আকাশে) বিষ, জল, তুলা অগ্নি, এ সব পরীক্ষা দিতে চাহিমু তখন,