পাতা:মৃচ্ছকটিক.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । సి মদ-কাল হলে গত করী-গণ্ডে মদ যবে শুষ্ক হয় অতি, ভ্রমস্ত ভ্রমরগণ আর নাহি ইচ্ছা-সুখে কভু যায় তথি ! বিদু।–দেখ সখা, এষ্ট অর্থলোলুপ অতিথি ব্যাটার গোপালবালকের মত যে মাঠে যতক্ষণ সুবিধা পায় সেই মাঠেষ্ট ততক্ষণ গরু চরিয়ে বেড়ায় । চারু। দেখ সখী ! ধননাশ হেতু নহি আকুল চিন্তায়, ভাগবণে ধন আসে, ভাগ্যে ধন যায় । শুধু দুঃখ এই মোর—নষ্ট হলে ধন লোকের শিথিল হয় সৌহাৰ্দ্দ বন্ধন | অপিচ — দারিদ্রা হক্টতে লাজ, লজ্জিত জনের দেখ তেজ হয় ক্ষয়, নিস্তেজের অপমান, অপমানে চিত্ত-মাঝে বৈরাগ। উদয় । বৈরাগোতে শোকোৎপত্তি শোক আক্রমণে বুদ্ধি করয়ে প্রস্থান, নিবুদ্ধি বিনাশ পায়, সৰ্ব্ব আপদের তাই দারিদ্র্য নিদান ॥ বিদু –দেখ সখা, যাদের কেবল অর্থের সঙ্গে সম্পর্ক, সেট দ্ব দিনের বন্ধুদের কথা ভেবে কেন বৃথা কষ্ট পাচ্চ ?