পাতা:মৃচ্ছকটিক.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । జనన স্বল্প-তৈল দীপ-সম অল্পে অল্পে তারা ক্ষয় পায় ॥ চারু —(সবিষাদে) নয়ন-সলিলে সিক্ত, রকত চন্দনে লিপ্ত ধূলিজালে রুক্ষ শুষ্ক দেহটি আমার। ওই গো বায়স শাখে, করকশ স্বরে ডাকে, ভাবে মোরে তাহীদের বলির আহার ॥ চণ্ডালদ্বয় –সরে যান মহাশয়রা সরে যান্‌! কি দ্যাখে সজ্জন সবে ? এর শিরশেছদ হবে এই কাল-পরশুর ঘায় । শুন শুন সবে শুন, ইনি গো সজ্জন-দ্রুম স্বজন-পাখিরা বসে যায়। চল চারুদত্ত চল! চাক –হায় ! পুরুষ-ভাগ্যে কত অচিন্তনীয় ঘটনাষ্ট উপস্থিত হয় ! আমার শেষে কি না এই দশা হল ? সৰ্ব্বগাত্রে মাখায়েছে রকত চন্দন, তিল-তণ্ডুলাদি পিষি’ দিয়াছে লেপন, কুকুমাদি চুণ গায়ে কৰি বিকীরণ মানুষেরে সাজায়েছে পশুর মতন ॥ (সম্মুখে নিরীক্ষণ করিয়া) কত রকমের মানুষই দেখা যায়—মানুষের মধ্যে কতই তারতম্য ! (করুণ ভাবে) এই নাগরিক-গুলি, এ দারুণ দশা মোর করি’ নিরীক্ষণ