পাতা:মৃচ্ছকটিক.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

लभjश टाश्ह । २०> চারু —(নিরীক্ষণ করিয়া করুণভাবে) হৰ্ম্ম্যস্থিত ওই সব কুলনারীগণ মুখাৰ্দ্ধ গবাক্ষ হতে করিয়া বাহির, “হায় হায় চাকুদত্ত” করি’ সম্ভাষণ বিসর্জিছে অনর্গল নয়নের নীর ॥ চণ্ডালদ্বয়।–চলরে চারুদন্ত চল—এই ঘোষণার স্থান ওরে ট্যাডর পিটিয়ে হুকুমটা সবাইকে শুনিয়ে দে । উভয় ।—শুমুন মহাশয়রা শুনুন ! ইনি বাণিজ্য-বাবসায়ী বিনয়দত্তের পৌত্র, সাগরদত্তের পুত্র-অকাৰ্য্যকারী ঐযুক্ত চারুদত্ত অর্থ লোভে শূন্ত পুষ্পকরণ্ডক উদ্যানে প্রবেশ করে গণিকা বসন্তসেনাকে গলা টিপে হত্যা করেচেন—একে বামাল ধৃত করা হয়েছে, নিজেও স্বীকার করেছেন, তাই রাজা পালক এর প্রাণদণ্ড আজ্ঞা করেছেন । যদি অপর কেহ এইরূপ উভয়-লোক-বিরুদ্ধ অকার্য্য করে, তাহলে রাজা পালক তাকেও এইরূপ শাস্তি দেবেন । চারু —(হতাশভাবে স্বগত) পূৰ্ব্বে এই কুল মোর, শত যজ্ঞে ছিল পূর্ণ যজ্ঞের সভায় । লোকাকীর্ণ পূজা-স্থান, হইত ধ্বনিত কিবা ব্ৰহ্ম-ঘোষণায় । এবে এ ঘোষণা-স্থানে, নীচ লোকে ঘোষে মোর . ংশাবলী হায় ! (উৰ্দ্ধ দিকে দৃষ্টি করিয়া, হস্তের দ্বারা কর্ণ আচ্ছাদন করিয়া) হ ! প্রিয়ে বসন্তসেনা !