পাতা:মৃচ্ছকটিক.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० २ মৃচ্ছকটিক । বিমল জোছনা-সম, শুভ্র দস্ত ছিল তব ওষ্ঠাধর আহাঁ কিবা, যেন গো পল্লব নব । পিইয়া সে মূখ-মধু অমৃত সমান কেমনে অযশ-বিষ করি এবে পান ? উভয় –সরে যান মহাশয়র সরে যান। ইনি গুণরত্ন-নিধি —অঙ্গ নহে স্ববর্ণে ভূষিত । স্বজনের দুঃখীর্ণবে সেতুরূপে ছিল অবস্থিত। নগর হইতে আজি হতেছেন দ্যাখো অপনীত ॥ তা ছাড়া :– মুখীজন-তরে শুধু চিন্তাকুল সবে বিপন্নের উপকারী দুর্লভ এ ভবে। চারু ---( চারিদিকে অবলোকন করিয়া ) এ সব বয়স্ত মোর, বস্ত্রাঞ্চলে মুখ ঢাকি? দুরে চলে যায়, উদাসীন পর যে গো, সেও তব বন্ধু হয় সুখের দশায়, কিন্তু দুরবস্থা হ’লে, এই সংসার-মাঝে মিত্র পাওয়া দায় ॥ চাণ্ডালদ্বয় –সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে—এখন রাজপথ নির্জন —এইবার একে বধা-চিহ্ন দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া যাক্ । চারু —(নিঃশ্বাস ফেলিয়া “মৈত্রেয় মুহৃদ ওগো” ইত্যাদি পাঠ ) নেপথ্যে —হ তাত –হাঁ প্রিয়সখা !