পাতা:মৃচ্ছকটিক.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । ఫిe (t চণ্ডাল —ও গো ছেলেটি ! চণ্ডাল আমরা নই, যদিও চণ্ডাল-কুলে মোদের জনম | যে করে গো সাধুজনে অপমান, সেই জেনে চণ্ডাল অধম! বালক —তবে কেন মার্চ বাবাকে ? চণ্ডাল —বাছ, এ বিষয়ে রাজাজ্ঞাই অপরাধী, আমরা নই। বালক —আমাকে তোমরা বধ কর, বাবাকে ছেড়ে দেও। চগুলি —বাছা ! চিরজীবী হও । চারু –(সাশ্রলোচনে পুত্রের গলা জড়াইয়া ধরিয়া ) কি দরিদ্র কিবা ধনী সবারি এ সরবস্ব-ধন, চন্দন উশীর বিনা সুশীতল হৃদয়-লেপন ॥ (“কণ্ঠেতে ধারণ করি কবরীর মালা” ইত্যাদি পুনৰ্ব্বার পঠন) পরে অবলোকন করিয়া স্বগত) “এ সব বয়স্ত মোর বস্ত্রাঞ্চলে মুখ ঢাকি” ইত্যাদি। বিদু —শোন বাপু ! তোমার প্রিয়সখা চারুদত্তকে ছেড়ে দেও— আমাকে বধ কর । চারু –শিব শিব ! (দেখিয়া স্বগত) আজ জানলেম ("উদাসীন পর যে গো” ইত্যাদি)—(প্রকাশুে) “হার্যস্থিত এই সব কুলনারীগণ” ইত্যাদি। চগুলি —সরে যান মহাশয়ের সরে যান। দেখ কি তোমরা ?—ইনি পুরুষ সজ্জন —অপবাদ-বশে এর যায় গো জীবন, —ছিন্ন-রজ স্বর্ণকুম্ভ কুপে নিমজ্জন।